কলকাতা: রাজদীপ ঘোষের (Rajdeep Ghosh) পরিচালনায় আসছে নতুন ছবি, আয়ুরেখা (Ayurekha)। এই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty)-কে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার (Trailer)। আর এবার, মুক্তি পেল ছবির নতুন গান, 'বইছে দুচোখ শ্রাবণে'। 


আদ্যপান্ত থ্রিলার এই ছবির গল্প সিরিয়াল কিলিংয়ের ঘটনা নিয়ে। শহর জুড়ে বিশেষ পদ্ধতিতে খুন হয়ে যাচ্ছে একের পর এর মানুষ। কাজ করতে করতে বা চেয়ারে বসা অবস্থায়.. খুনি খুন করে যাচ্ছে একের পর এক সাধারণ মানুষকে। কিন্তু সত্যিই কি সাধারণ মানুষ? পুলিশ তদন্ত করে জানতে পারে, যারা খুন হচ্ছে, খুনি তাদের খুন করার আগে দেখে নিচ্ছে গ্রহ-নক্ষত্রের বিশেষ দশা। 




এই ছবিতে ঋত্বিকের সঙ্গে দেখা যাবে বনি সেনগুপ্ত (Bonny Sengupta)-কে। এছাড়াও রয়েছেন উষসী রায় (Ushoshi Roy)। একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ঋত্বিকের স্ত্রীর চরিত্রে দেখা যাবে লিজা গোস্বামীকে। পরিচালক রাজদীপ ঘোষের সঙ্গে লিজার এটি প্রথম কাজ। তাঁর কথায়, 'ঋত্বিকদার সঙ্গে কাজ করতে হবে শুনে প্রথমে ভয় পেয়েছিলাম। কিন্তু কাজ করার পরে বুঝতে পারলাম, কেবল ভাল অভিনেতা নন, উনি একজন বড় মনের মানুষও।' আগামীদিনে ছোটপর্দায় খলচরিত্রে দেখা যাবে লিজাকে। 


এর আগে, 'মায়ার জঞ্জাল' ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন ঋত্বিক। ছবির চিত্রনাট্য বাছার সময় কী ছবির ব্যবসায়িক দিকটি মাথায় রাখেন ঋত্বিক? অভিনেতা বলছেন,  'সব ছবিরই নিজস্ব একটা ব্যবসার দিক থাকে। এমন পরিচালকও নেই যিনি ছবির ব্যবসায়িক দিকের কথা না ভেবে ছবি তৈরি করেন। কমবেশি মাথায় থাকেই। তবে একটা ছবির বাছার সময়, সেটা কতটা ব্যবসা করবে সেটা কখনও ভাবি না। আমার বিশ্বাস সব ছবিরই নিজস্ব দর্শক থাকে। সবাইকে একেবারে এক জায়গায় দেখতে পাওয়া যায় না। তাঁরা হয়তো ছড়িয়ে ছিটিয়ে থাকেন সবসময়। তাঁদের একসঙ্গে আনতে হয়। কোনও ছবি বাছার সময় হয়তো বুঝতে পারি, এই ছবি হয়তো প্রচুর মানুষ দেখবেন না। আবার একইভাবে বুঝতে পারি কোনও ছবি হয়তো প্রচুর মানুষ দেখবেন। তবে তা চিত্রনাট্য বাছার ক্ষেত্রে প্রভাব ফেলে না কখনও। ব্য়বসার ক্ষেত্রটা মনে হলেও তা গুরুত্ব পায় না।'




আরও পড়ুন: Top Social Post: দীপিকার থেকে উপহার পেলেন ঋতাভরী, অসুস্থ অর্জুন বিজলানি, আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।