কলকাতা: দীর্ঘদিন পরে টলিউডে ফিরছেন অভিনেত্রী ঋত্বিকা সেন (Ritwick Sen)। জুটি বাঁধছেন নবাগত অভিনেতা মীর-এর সঙ্গে। অপর্ণা সেন-এর আরশিনগর ছবিতে একসময়ে অভিনয় করেছিলেন ঋত্বিকা। অভিনয় করেছেন একাধিক কমার্শিয়াল ছবিতেও। আর এবার টলিউডে নতুন ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির নাম 'মহরৎ'। আতিউল ইসলাম পরিচালিত এই ছবি রহস্য রোমাঞ্চয় ভরা। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ, রাজু মজুমদার, হিয়া রায় ও অন্যান্যরা। 


এই সিনেমার গল্পে রয়েছে আরও একটি সিনেমা। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে, একটি ছবির শ্যুটিংয়ের প্রথম দিনের দৃশ্য। শ্যুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় পেশায় নামকরা চিত্র পরিচালক। বিচ্ছেদের প্রায় তিন বছর পরে শ্যুটিং ফ্লোরে দেখা হয়েছিল অপর্ণা মুখোপাধ্যায় ও সৃজনের। কিন্তু সেখানেই খুন হয় অপর্ণা মুখোপাধ্যায়। অন্যদিকে সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসারের হাতে আসে অপর্ণা মুখোপাধ্যায়ের খুনের কেস। তদন্তের মধ্যে নাম উঠে আসে ওই সিনেমার হিরো সোহেল খান এর নাম, যিনি বাংলাদেশ থেকে কলকাতাতে এসেছেন। একদিকে সিআইডি আর অন্যদিকে মিডিয়া চ্যানেলের পেজ থ্রি এর ব্রেকিং নিউস, কোন দিকে যাবে ছবির মোড়! ছবির গতি যত এগোতে থাকে,ততই খুনের রহস্য উন্মোচনে মুখ্য ভূমিকা পালন করে মিডিয়া। তদন্ত যত গভীরে যায়, তত যেন সম্পর্কের সমীকরণ, মানুষের প্রতি মানুষের হিংসা, অসৎ পথে নিজের জীবনযাপন করা, প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে।


এই ছবি নিয়ে নবাগত অভিনেতা মীর জানিয়েছেন, তিনি এই প্রথম বড়পর্দায় অভিনয় করছেন। আর প্রথম ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করা একটা অন্যরকম দায়িত্ব। তিনি ছবির জন্য অনেকটাই প্রস্তুতি নিয়েছেন। তিনি আশা করছেন, দর্শকদের এই ছবিটি ভাল লাগবে। ছবির চিত্রনাট্য লিখেছেন অনুভব ঘোষ। চলতি বছরে সালিমা খাতুন এর প্রযোজনাতে বড়ো পর্দায় মুক্তি পাবে ছবি 'মহরৎ'। দীর্ঘদিন পরে এই ছবিতে একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে ঋত্বিকাকে।


আরও পড়ুন: Nayanthara News: ফের আইনি বিপাকে নয়নতারা? তথ্যচিত্রে ফুটেজ ব্যবহার করায় পেলেন আইনি নোটিস?