কলকাতা: খবরে রয়েছে 'পুষ্পা ২'। পাশাপাশি খবরে রয়েছেন অল্লু অর্জুন (Allu Arjun) ও। তবে ছবির সাফল্যের জন্য নয়, অল্লু অর্জুন চর্চায় রয়েছেন পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায়। আর সেই ঘটনায় এবার অল্লু অর্জুনকে নতুন নোটিস জারি করল পুলিশ। কী রয়েছে তাতে? অল্লু অর্জুন কি ফের নতুন কোনও সমস্যায় জড়িয়েছেন?
ঘটনার শুরুটা হয়েছিল হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজিত একটি স্পেশাল স্ক্রিনিং থেকে। 'পুষ্পা ২' দেখার জন্য আগে থেকেই ভিড় করেছিলেন প্রচুর মানুষ। আর হঠাৎ সেখানে আসেন অল্লু অর্জুন। দক্ষিণী তারকাকে দেখার জন্য বাঁধ ভাঙে উচ্ছাসের। আর জনতার ভিড়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় রেবতি নামে এক মহিলার। গুরুতর আহত হয় ওই মহিলার ৯ বছরের শিশু। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সে। আর এই ঘটনায় মামলা রুজু করা হয়েছিল অভিনেতার নামে। এর আগে, আদালতে ভার্চুয়াল হাজিরা দিয়ে জামিনের আবেদন করেছিলেন অল্লু অর্জুন। সেই শুনানিতেই আর জামিন হয়েছে তাঁর। আপাতত নিজের জুবিলি হিলসের বাড়িতেই রয়েছেন অল্লু অর্জুন। তবে বাড়িতে হামলার ঘটনা হওয়ার পরে তিনি তাঁর ছেলে ও মেয়েকে দাদু ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছেন। তিনি ও তাঁর স্ত্রী রয়েছেন তাঁদের জুবিলি হিলসের বাড়িতেই। তবে গোপনীয়তা ও নিরাপত্তা বজায় রাখার জন্য তাঁদের জুবিলি হিলসের বাড়ি ঢেকে দেওয়া হয়েছে সাদা পর্দায়।
আর এবার অল্লু অর্জুনকে নতুন নোটিশ পাঠিয়েছে রামগোপালপেট পুলিশ স্টেশন। কী জানানো হয়েছে সেখানে? সেখানে জানানো হয়েছে, অল্লু অর্জুন ওই ৯ বছরের শিশুটির সঙ্গে হাসপাতালে দেখা করতে যেতে পারেন, তবে শর্তসাপেক্ষে। এই ঘটনার পরেই অল্লু অর্জুন চেয়েছিলেন ওই পরিবারের সঙ্গে দেখা করতে যেতে। কিন্তু অভিনেতার ওপর সমন জারি হওয়ায় সেই সময়ে তিনি তা পারেননি। সেই কথা তিনি সোশ্যাল মিডিয়ায় এসে জানিয়েওছিলেন। আইনি জটিলতার কারণেই তিনি এতদিন ওই পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারেননি। তবে এবার তাঁকে ওই পরিবারের সঙ্গে দেখা করার শর্তসাপেক্ষে অনুমতি দিল পুলিশ।
তবে পুলিশ আরও জানিয়েছে, এর আগে, ৫ জানুয়ারি অল্লু অর্জুন যাতে দেখা করতে যেতে পারেন ওই শিশুটির সঙ্গে, তার ব্যবস্থা করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে ওই হাসপাতালের ম্যানেজার গড়রাজি হন অল্লু অর্জুনের আসায়। সেই কারণে সেই সফর বাতিল করা হয়েছে। তবে এখনও চাইলে অল্লু অর্জুন দেখা করতে পারেন ওই শিশুটির সঙ্গে। তবে তাঁকে যেতে হবে ব্যক্তিগতভাবে। লোকজনকে জানিয়ে তিনি এই সফরে যেতে পারবেন না। গোটা সফরে সবসময় অল্লু অর্জুনের সঙ্গে থাকবে পুলিশ। এই শর্ত মানলে তবেই অল্লু অর্জুন দেখা করতে যেতে পারেন ওই শিশুটির সঙ্গে।
আরও পড়ুন: Ankush-Oindrila: বধূবেশে ঐন্দ্রিলা, বরবেশে অঙ্কুশ, সবার অলক্ষ্যেই সেরে ফেললেন বিয়েটা?