মুম্বই: নিজের স্বাভাবিক দৈহিক গড়ন নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। প্ল্যাস্টিক সার্জারি বা বাইরের অন্য কোনও পদ্ধতিতে এই গড়নের ভাঙাচোরা করে নিঁখুত করে চোলার চেষ্টায় সায় নেই বলিউড অভিনেত্রী রিয়া সেনের। তিনি বলেছেন, তোমার ভেতরটা যে রকম সুন্দর , সেরকমটা প্ল্যাস্টিক সার্জারি বা বাইরের কোনও পদ্ধতিতে হওয়া সম্ভব নয়। নিজের দুটি সাদা-কালো ছবি ইন্সটাগ্রামে পোস্ট করে এই মন্তব্য করেছেন রিয়া সেন। রিয়ার বার্তা 'স্বাভাবিক থাক'।





রিয়ার এই ইতিবাচক বার্তার প্রশংসায় পঞ্চমুখ ইন্সটাগ্রাম ব্যবহারকারীরা। একজনের মন্তব্য, নিজের কাছে সত্ থাকাটাই সৌন্দর্য। অন্য একজন বলেছেন, রিয়া, তুমি এমন একজন, যার এসবের কোনও প্রয়োজন নেই। তুমি একজন বিরল স্বাভাবিক সুন্দরী।
মুনমুন সেনের ছোট মেয়ে রিয়া গত বছর তাঁর বয়ফ্রেন্ড শিবম তিওয়ারিকে বিয়ে করেছেন। বাংলা প্রথা মেনে বিয়ে হয় তাঁদের। বিয়ের সেই ছবি শেয়ার করেছেন রিয়ার দিদি রাইমা।
একতা কপূরের ওয়েব সিরিজ রাগিনী এমএমএস রিটার্নস-এ শেষবার দেখা গিয়েছে রিয়াকে।