নয়াদিল্লি: তাঁর সঙ্গে দীর্ঘদিন ধরেই যুজবেন্দ্র চাহালের (Yuzvendra Chahal) সম্পর্কের মাহভাশের (RJ Mahvash) গুঞ্জন শোনা যাচ্ছে। দুইজনের কেউই স্পষ্টভাবে তাঁদের সম্পর্কের কথা মেনে নেয়নি। কিন্তু প্রায়শই দুইজনকে একসঙ্গে দেখা যায়। এই সম্পর্কের কানাঘুষো বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ে ট্রোলের সংখ্যাও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় মহাভাশকে নিশানা করে দাবি করেন চাহালের জন্যই তাঁর কেরিয়ারে তিনি সাফল্য পাচ্ছেন। এইসব ট্রোলদের এবার কড়া জবাব দিলেন মাহভাশ।

মাহভাশ নিজেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। শুধু ইনস্টাগ্রামেই তাঁর প্রায় তিন মিলিয়ন ফলোয়ার রয়েছে। এই সোশ্যাল মিডিয়া মাধ্যমকেই তিনি ট্রোলদের জবাব দেওয়ার জন্য় বেছে নিলেন মাহভাশ। তিনি নিজের কেরিয়ারের সফরটা এক ভিডিওর মাধ্য়মে তুলে ধরেন। ভিডিওতে তাঁর বহু বছরের কঠোর পরিশ্রমের না না মুহূর্তের ছবি তুলে ধরেন তিনি। একাধিক তারকাদের সঙ্গে তাঁকে দেখা যায়। তিনি ভিডিওটির ক্যাপশনে লেখেন, 'যতদিন না আমরা নিজেরা আমাদের হয়ে কথা বলব, কেউ আমাদের সমর্থনে এগিয়ে এসে কিছু বলবে না।' ভিডিওটিতে মাহভাশকে বলতে শোনা যায়, 'আমি এই ইন্ডাস্ট্রিতে ২০১৯ সাল থেকে রয়েছি। আসুন আপনাদের দেখাই এতদিনে আমি কী কী করেছি।'

 

 

মাহভাশ দিনকয়েক আগেই সম্পর্কের জোর গুঞ্জনের মাঝে দাবি করেছিলেন তিনি সিঙ্গেল। তবে তাঁকে পঞ্জাব কিংসের গ্যালারিতে গোটা আইপিএলে চাহালের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে। এমনকী আইপিএল ফাইনালে কিংসের পরাজয়ের পর চাহালের সম্পর্কে এক আবেগঘন পোস্টও করেছিলেন মাহভাশ। মাহভাশ লিখেছিলেন, আইপিএল-এর দ্বিতীয় ম্যাচেই চাহালের পাঁজরে চোট লাগে। পাঁজরের হাড় ভেঙে যায় তাঁর। পরে বোলিং করার সময় তাঁর আঙুলের হাড়ও ভাঙে। গোটা মরসুমে ৩টি গুরুতর চোট পেয়েছেন চাহাল। কিন্তু তা ক্রিকেটারকে দমাতে পারেনি। চোট নিয়েই খেলেছেন চাহাল। মাহভাশ লেখেন, 'ছেলেটি গোটা মরসুমে ৩টে ফ্র্যাকচার নিয়ে খেলেছে। আমরা ওঁকে ব্যথায় চিৎকার করতে দেখেছি, কাঁদতে দেখেছি। হার মানতে দেখিনি।' 

বহু ক্ষেত্রেই তাঁদের একসঙ্গে দেখাও যায়। তাই তাঁর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের গুঞ্জন থামাতে পারেনি। তাঁর নতুন এই ভিডিও ট্রোলদের মুখ বন্ধ করতে পারে কি না এখন সেটাই দেখার।