কলকাতা: আসছে সৌভিক দে পরিচালিত নতুন ছবি 'ব্রহ্মার্জুন'। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন রোহন ভট্টাচার্য্য, অনিন্দ্য সেনগুপ্ত ও প্রিয়ঙ্কা ভট্টাচার্য্য (Rohaan Bhattyacharjee, Anindya Sengupta & Priyanka Bhattacharjee)। MS FILMS AND PRODUCTIONS-এর প্রযোজনায় আসছে নতুন ছবি 'ব্রহ্মার্জুন'। ঝাড়খন্ডের বিস্তীর্ণ দুটি জায়গা একটার নাম গালুড়ী আর একটি নাম শেখমুলুক। গালুড়ীর রাজত্ব চালায় নরেশ পাল ও তার দলবল আর শেখমুলুকের রাজত্ব চালায় আলম শেখ ও তার দলবল। মূলত গাজা পাচারকে কেন্দ্র করে এদের এক বিশাল সাম্রাজ্য চলে, এক ক্ষমতা দখলের লড়াই। এই ক্ষমতা দখলের লড়াইয়ে ঢুকে পরে ব্রহ্মা ও অজুন । কিভাবে তারা দু’জন নন্ডরে পাল ও আলম শেখের কাছ থেকে ক্ষমতা কেড়ে , নিজেদের আধিপত্য বিস্তার করে গাজা পাচারকে কেন্দ্র করে। ছবিতে ব্রহ্মার চরিত্রে অভিনয় করেছেন রোহন ভট্টাচার্য্য, অর্জুনের চরিত্রে অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত। এছাড়াও এই ছবিতে রয়েছেন, প্রিয়ঙ্কা ভট্টাচার্য্য ও অমিত শেঠি। ছবিতে পুষ্পার চরিত্রে দেখা যাবে প্রিয়ঙ্কা ভট্টাচার্য্যকে। অন্যদিকে, নান্নু যাদবের চরিত্রে দেখা যাবে অমিত শেঠিকে। ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন খরাজ মুখোপাধ্যায়, সুদীপ মুখোপাধ্যায়, মীনা শেঠি ও অন্যান্যরা।
অন্যদিকে, নতুন ছবিতে বিশ্বনাথ বসু (Biswanath Basu) ও ভাস্বর চট্টোপাধ্যায় (Bhaswar Chatterjee)। সদ্যই 'কিলবিল সোস্যাইটি' সিনেমার গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বিশ্বনাথ বসু। আর এবার নতুন ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। ছবির নাম 'অসহ্য'। ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন অভিনেতা বিশ্বনাথ বসু ও ভাস্বর চট্টোপাধ্যায়। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত নিজেই। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। শর্টস' আর 'রিলস'- এর যুগে এটা স্পষ্ট যে মানুষ একঘেয়েমি বরদাস্ত করছেন না। এর প্রভাব পড়ছে বৈবাহিক বা প্রেমের সম্পর্কে। সবাই শুধু একটা সম্পর্ক থেকে অন্য সম্পর্কে সরে যেতে চান। এখন মানুষ সংসারের থেকে 'লিভ ইন'-এ বেশি ঝুঁকছেন মানুষ। তবে এতেও সুখ পাচ্ছেন না মানুষ। ১৫ বছরের দাম্পত্যে ক্লান্তি আসছে। ছবির সিনেমার গল্পটাও এমনই। ভাস্বর ও দীপান্বিতার গল্পটাও এমন। ১৫ বছরের দাম্পত্য তাঁদের। তাঁদের ১৪ বছরের একটি সন্তান রয়েছে। তবুও ডিভোর্স চাই রাইয়ের। বর্ণ মিত্রের ব্যবহারে, রাই এর সিদ্ধান্তকে সমর্থন জানাবে দর্শক।
অনুভবের চরিত্রে বিশ্বনাথ বসু। রাই এর কলেজমেট। খোলামেলা ও নিরপেক্ষ অনুভবকে সব কথা শেয়ার করে রাই। বর্ণ কে নিয়ে অসহ্য হয়ে ওঠা রাই কে শেষে এক সাংঘাতিক কথা বলে অনুভব। রাই এর জীবন বোধ তছনছ হয়ে যায় নিমেষে। কি সেই কথা? সেই কথাই শোনা যাবে সিনেমায়। চলতি মাসে ছবির শ্যুটিং শেষ হয়েছে কলকাতা ও বাঁকুড়াতে। ছবিতে নতুন প্রজন্মের তিনজন অভিনয় শিল্পীকে দেখা যাবে, তারা হলেন সপ্তর্ষি, মহাশ্বেতা ও বনি। ছবিতে গান গেয়েছেন সুজয় ভৌমিক। পরিচালক দীপান্বিতা সেনগুপ্ত বলছেন 'ছবিটিতে ভাটিয়ালি গান রয়েছে। মানুষের মনের কথা বলবে এই ছবি। ছবিটি মুক্তির আগে জাতীয় ও আর্ন্তজাতিক স্তরের ফেস্টিভ্যাল গুলোতে পাঠাতে চাই'।