নয়াদিল্লি: ভারতের অন্যতম খ্যাতনামা পোশাকশিল্পী রোহিত বল (Rohit Bal) প্রয়াত। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৬৩ বছর বয়সেই না ফেরার দেশে চলে গেলেন তিনি। গত বছর থেকেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। ২০২৩ সালের নভেম্বর মাসে গুরগাঁওয়ের মেডান্তা হাসপাতালের (Rohit Bal Death News) আইসিইউতে ভর্তি করা হয় তাঁকে। সেই থেকেই চলছিল চিকিৎসা, দীর্ঘ রোগভোগের পর আকস্মিক প্রয়াণ পোশাকশিল্পীর।
শেষ শো-তেই ধরা পড়েছিল অসুস্থতা
এর আগে এই বছরের শুরুর দিকেই কাজে ফিরেছিলেন রোহিত। গত মাসে দিল্লিতে ল্যাকমে ফ্যাশন উইকে নিজের কালেকশনের প্রদর্শনীও করেছিলেন রোহিত বল। সেই শোয়ে শো-স্টপার ছিলেন অনন্যা পান্ডে। সেখানে রোহিত থাকলেও তাঁকে বেশ দুর্বল লাগছিল। ক্যামেরায় তা ধরাও পড়ে বারবার। আর তাঁর এই স্বাস্থ্যের অবস্থা দেখে তাঁর অনুরাগীরাও দুশ্চিন্তায় পড়েছিলেন।
শিল্পপতি গৌতম সিঙ্ঘানিয়া জানান শোকসংবাদ
শিল্পপতি গৌতম সিঙ্ঘানিয়া প্রথম এক্স হ্যান্ডলে পোশাকশিল্পীর মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, 'খুবই কাছের বন্ধুকে একেবারে চিরদিনের জন্য বিদায় জানাতে বুক ফেটে যাচ্ছে। তোমার চারপাশের শত শত মানুষের জীবনে তুমি আলো এনেছ, খুশির আভাস এনে দিয়েছ। আমাদের কাটানো সমস্ত মুহূর্তের জন্য আমি তোমার কাছে ঋণী। প্রতিটা কথোপকথন, প্রতিটা হাসি-ঠাট্টার গমক আমি মিস করব। তুমি নেই, কিন্তু তোমার আত্মা আমাদের মাঝেই থেকে যাবে চিরকাল। শান্তিতে ঘুমাও প্রিয় বন্ধু।'
FDCI শোক প্রকাশ করেছে
ফ্যাশন ডিজাইনার কাউন্সিল অফ ইন্ডিয়া ইনস্টাগ্রামে একটি পোস্ট করে পোশাকশিল্পী রোহিত বলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। পোস্টে লেখা, 'কিংবদন্তি পোশাকশিল্পী রোহিত বলের আকস্মিক প্রয়াণে আমরা শোকতপ্ত। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন তিনি। ঐতিহ্যবাহী পোশাকের ধরনের সঙ্গে সমকালীন আধুনিকতার ছোঁয়ার মিশেলের কারণে তিনি আজও বিখ্যাত সারা দেশে। ভারতীয় ফ্যাশন দুনিয়াকে বিশ্বের দরবারে নিয়ে গিয়েছেন রোহিত বল। শান্তিতে থাকুন গুড্ডা, আপনি একজন কিংবদন্তি'।
কাশ্মীরে জন্ম ও বেড়ে ওঠা রোহিত দিল্লির এনআইএফটি থেকে পরে একটি ফ্যাশন ডিজাইনের কোর্স সম্পন্ন করেছিলেন। তাঁর খ্যাতনামা ক্লায়েন্টদের মধ্যে উল্লেখযোগ্য নাম পামেলা আন্ডারসন, উমা থারমান, সিন্ডি ক্রফোর্ড এবং নাওমি ক্যাম্পবেলএর মত আন্তর্জাতিক তারকারা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে