মুম্বই: সিম্বা, সূর্যবংশীর পর ফের একবার বড় পর্দায় জুটি বাঁধছেন রোহিত শেট্টি-রণবীর সিংহ (ranveer singh)। আগামী ১৫ জুলাই মুক্তি পাচ্ছে 'সার্কাস'। রোহিত শেট্টির (rohit shetty) সেই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণবীর। চিত্র সমালোচক তরণ আদর্শ এই ছবির মুক্তির তারিখ কনফার্ম করেছেন। ছবিতে অভিনয় করছেন জ্যাকলিন ফার্নান্ডেজ, পূজা হেগডে, বরুণ শর্মাও। সেক্সপীয়রের ''কমেডি অফ এরর্স''-এর ওপর বানানো এই ছবি। তবে সার্কাসের সঙ্গে একই সময় মুক্তি পেতে চলেছে ক্যাটরিনা কাইফের 'ফোন ভূত'। বক্স অফিসে কোন ছবি সাড়া দেয়, তা এখন দেখার। 


বড়দিনে মুক্তি পাচ্ছে বলিউডের তারকা দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone) অভিনীত বহু প্রতীক্ষিত ছবি '83'। শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির প্রথম ঝলক। ভাগ করে নিলেন ভারতের 'শ্রেষ্ঠ গল্প'।


৫৯ সেকেন্ডের টিজারটি শুরু হচ্ছে একটি ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে একটি ম্যাচ চলছে যা ধীরে ধীরে একটি বড় টার্নিং পয়েন্টে পৌঁছচ্ছে। ভারতীয় ক্রিকেট দল ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একটি রোমহর্ষক ম্যাচ চলছে। টিজারে লেখা রয়েছে সেই খেলা চলছে লর্ডসের ক্রিকেট ময়দানে। যেই ম্যাচে সর্বপ্রথম বিশ্বকাপ জিতে ভারত ইতিহাস গড়ে। 


টিজারের শেষে দেখা যাচ্ছে কিংবদন্তি ক্রিকেট তারকা কপিল দেবের চরিত্রে ক্যাচ ধরছেন রণবীর সিংহ। ছবির টিজার শেয়ার করে রণবীর লেখেন, 'শ্রেষ্ঠ গল্প। শ্রেষ্ঠ গৌরব। 83 প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী ২৪ ডিসেম্বর ২০২১। হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়লম ভাষায় মুক্তি। প্রকাশ্যে টিজার। ট্রেলার মুক্তি পাবে আগামী ৩০ নভেম্বর।' ছবিতে অভিনয় করতে দেখা যাবে তাহির রাজ ভাসিন, জিভা, শাকিব সলিম, যতীন সারনা, চিরাগ পাতিল, নিশান্ত দাহিয়া, হার্ডি সন্ধু, পঙ্কজ ত্রিপাঠী প্রমুখকে।


আরও পড়ুন: নিমন্ত্রিতদের জন্য ভিকি-ক্যাটের বিয়ের কার্ডে লেখা থাকবে এই বিশেষ বিজ্ঞপ্তি