কলকাতা: গতকালই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের ছবি 'রক্তবীজ' (Roktobeej)। থ্রিলার ঘরানার এই ছবি ইতিমধ্য়েই সমাদৃত হতে শুরু করেছে দর্শকমহলে। আর এবার ছবি নিয়ে এবিপি আনন্দর স্টুডিওয় আড্ডায় মাতলেন 'রক্তবীজ'-এর কলাকুশলীরা। উপস্থিত ছিলেন পরিচালকদ্বয় সহ ছবির মুখ্য় চরিত্র আবির চট্টোপাধ্য়ায় (Abir Chatterjee), মিমি চক্রবর্তী (Mimi Chakraboty), দেবাশিষ মণ্ডল (Debasish Mandol)।


ছবিতে অভিনয়ে আবির চট্টোপাধ্য়ায়কে নাকি সবচেয়ে বেশি টক্কর দিয়েছিলেন দেবাশিষ। আবিরের কথায়,'ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়ের (Victor Banerjee) থেকে আমি শিখেছি। দেবাশিষের সঙ্গে অভিনয়ের লড়াই হয়েছে সেয়ানে সেয়ানে। ' কথায় কথায় তিনি আরও জানান, 'হিন্দি সিরিজ অবরোধে অভিনয় রক্তবীজে আমাকে অনেক সাহায্য় করেছে।'


'রক্তবীজ' নিয়ে আড্ডায় মিমি বললেন,'আবিরদাকে চিনি গানের ওপারেরও আগে থেকে। আমাদের বন্ডিংটা পরিবারের মত। ফলে কাজের ক্ষেত্রেও আমাদের খুব সুবিধে হয়েছে। কিন্তু আমার কখনও মনে হয়নি তারকা আবির চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কাজ করছি। ফলে শ্য়ুটিং সেটে কাজটা অনেক সহজ হয়ে গিয়েছিল।'


'মন্দার' থেকেই দেবাশিষ মণ্ডলকে চিনেছিল দর্শক। তারপর থেকে একের পর এক ছবি-সিরিজে তাঁর অভিনয় মন কেড়ে নিয়েছে সিনেপ্রেমীদের। থিয়েটার করার আগে থেকেই মার্শাল আর্টের প্রশিক্ষণ ছিল অভিনেতার। ফলে এই ছবিতে অ্য়াকশান দৃশ্য়ের অভিনয় করার সময় বেশ কিছুটা সুবিধে হয়েছিল বলে জানালেন অভিনেতা।


আরও পড়ুন...


প্রথম ছবির উত্তেজনায় উচ্ছ্বসিত সৃজা, 'বাঘা যতীন'-এর আড্ডায় যোগ দিলেন সুদীপ্তা-সামিউলও


পাশাপাশি নন্দিতা রায় জানালেন, 'এই প্লট নিয়ে ছবি করার ইচ্ছা অনেক বছর আগে থেকেই। ২০১৪তে এই ঘটনা ঘটার পর থেকেই মনে হয়েছিল এটা নিয়ে ছবি বানাতেই হবে। উপরন্তু আজ এই ছবি অসমেও মুক্তি পাচ্ছে তাই আনন্দ যেন দ্বিগুন। আমাদের আশা আরও বেশি দর্শককে আনন্দ দিতে পারবে এই ছবি।'


এই প্রথম পুজোতে মুক্তি পেল শিবু-নন্দিতার ছবি। তাই স্বভাবতই উচ্ছ্বসিত পরিচালকদ্বয়। শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় জানালেন,'পুজোয় ছবি মুক্তি নিয়ে আমরা অনেক বেশি উত্তেজিত। কারণ যে কোনও বাঙালি পরিচালকের কাছে এটা স্বপ্ন থাকে পুজোয় ছবি রিলিজ করার। আর ১২ বছর পর আমাদের এই স্বপ্ন সত্য়ি করার।'


বক্সঅফিসে এই ছবি কতা টাকার ব্য়বসা করে এখন অপেক্ষা সেটাই দেখার।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial