কলকাতা: তাঁর গলায় কখনও 'রঙ্গবতী' (Rongobati)-র তালে নেচেছে বাঙালি... কখনও আবার 'ভ্রমর'-এর সুরে চোখে জল এসেছে সবার। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) তাঁদের নতুন ছবির জন্য, একটি গান তৈরি করতে বলেছিলেন সঙ্গীতশিল্পীকে। তারপরে, মাত্র ৫ দিনের মধ্যেই একটি নতুন গান তৈরি করেছিলেন তিনি, তাও আবার একটি স্টেশনে বসে! ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে? নতুন ছবি 'রক্তবীজ' (Roktobeej)-এর নতুন গানের গল্প শোনালেন শিবপ্রসাদ ও সুরজিৎ চট্টোপাধ্যায় (Surojit Chatterjee)। 


এর আগে, উইন্ডোজের একাধিক ছবিতে বাজিমাৎ করেছে সুরজিতের গান। 'গোত্র' ছবিতে সুরজিতের গলায় শোনা গিয়েছিল 'রঙ্গবতী' গানটি। অন্যদিকে, 'প্রাক্তন' ছবিতে তাঁরই কণ্ঠে ভীষণ জনপ্রিয় হয়েছিল 'ভ্রমর' গানটিও। ছবির পরিচালক ও প্রযোজক শিবপ্রসাদ বলছেন, সুরজিৎ মানেই সুপারহিট, এটা আমার চিরকালের বিশ্বাস। ওঁর গান যেমন মন মাতানো, সুর ও কথাও তেমন মনছোঁয়া, মানানসই। নন্দিতাদির সঙ্গে পরিকল্পনা করেই, রক্তবীজের জন্য ওঁকে একটা গান বানাতে বলেছিলাম। সেই কথা রেখে, মাত্র দিন পাঁচেকের মধ্যেই একটা গান হোয়াটসঅ্যাপের ভয়েজ নোটে আমায় পাঠালো সুরজিৎ। প্রথমবার শুনেই আমি আর দিদি বুঝেছিলাম, রঙ্গবতীর জনপ্রিয়তাকে পাল্লা দেওয়ার জন্য আরও একটি গান বাঁধা হয়ে গিয়েছে।'


আর যিনি এই গানের শ্রষ্টা? সুরজিৎ বলছেন, 'একদিন রেলওয়ে স্টেশনে বসে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। হঠাৎ মনে হল, চোখের সামনে যা যা ঘটছে, সেগুলোই লিখে ফেলা যাক না কেন! আমার কাছে শব্দগুলো তৈরিই ছিল। তাতেই সুর বসিয়ে বেঁধে ফেললাম একটা গান। কিন্তু গানটি রেকর্ডিং, তারপরে শ্যুটিংয়ের পরে যেন একটা অন্য মাত্রা পেল। গান বাঁধার সময় স্বপ্নেও ভাবিনি ওঁরা আমার গানটাকে এই জায়গায় নিয়ে যাবে।'


খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের প্রেক্ষাপটে এই প্রথমবার থ্রিলার ছবি পরিচালনা করছেন এই পরিচালকদ্বয়। এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। এছাড়াও একাধিক জনপ্রিয় মুখকে দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন,  অনুসূয়া মজুমদারের (Anushua Majumdar), কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya), অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya), দেবলীনা কুমার (Debleena Kumar) ও দেবাশীষ মণ্ডল (Debashish Mondal)। থ্রিলার ঘরানার এই ছবিতে প্রথমবার জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে।


আরও পড়ুন: Janmashtami 2023: 'মাকে লুকিয়ে তালের বড়া করতে গিয়ে ছড়িয়েছিলাম,' স্মৃতির সরণিতে হাঁটলেন অপরাজিতা