মুম্বই:  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল। ছবিতে মাইক হাতে দেখা গেছে কিংবদন্তী ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরকে, আর ব্যাট হাতে গায়ক সনু নিগমকে। কিন্তু হঠাৎ করে এই উলটপুরাণ কেন?

প্রসঙ্গত, টুইটার ব্যবহারকারী নয়ন জ্যোতি পরাসরা এই ছবিটি দিয়ে সচিনকে ট্যাগ করে প্রশ্ন করেছিলেন, হঠাৎ সনু ব্যাট হাতে কেন?





রহস্য বজায় রেখে সচিন আবার সনুকে ট্যাগ করেন। তখন সনুও পাল্টা রহস্য বজায় রাখেন।

সূত্রের দাবি,  সচিনের আসন্ন বায়োপিকের প্রচারের জন্যে হয়তো একটি মিউজিক ভিডিও তৈরি করা হচ্ছে। আর সেই মিউজিক ভিডিওর একটি অংশ হল এই ছবিটি।

সচিনের বায়োপিকের নাম সচিন: অ্যা বিলিয়ন ড্রিমস, এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন জেমস এরসকাইন। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে রবি ভাগচাঁদকা এবং কার্নিভাল মোশান পিকচার্স। মে মাসে খুব সম্ভবত পর্দায় মুক্তি পাবে এই ছবি।

ছবিতে অভিনয় করেছেন সচিন স্বয়ং, রয়েছেন তাঁর পুত্র অর্জুন তেণ্ডুলকরও। প্রসঙ্গত, এই প্রথমবার কোনও স্পোর্টস তারকা নিজে তাঁর বায়োপিকে অভিনয় করলেন।