নয়াদিল্লি: 'আর আর আর' (RRR)... এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত, রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (Junior NTR) অভিনীত এই ছবি বক্স অফিসে ঝড় তোলে ২০২২ সালে। ফের একবার দর্শককে মন্ত্রমুগ্ধ করতে পুনরায় মুক্তি পাচ্ছে এই ছবি। 'আর আর আর' ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট (Alia Bhatt), অজয় দেবগণ (Ajay Devgn), শ্রীয়া সরণও।
ফের মুক্তি পাবে ব্লকবাস্টার 'আর আর আর'
এই ছবির হাত ধরে ভারতে এসেছিল অস্কার, গোল্ডেন গ্লোব। এই ছবির জনপ্রিয় গান 'নাটু নাটু'র তালে পা মিলিয়েছে গোটা বিশ্ববাসী। সেই ব্লকবাস্টার সিনেমা ফের মুক্তি পেতে চলেছে। কবে কোথায় দেখা যাবে?
'আর আর আর' ছবির হিন্দি ডিস্ট্রিবিউটর 'পেন মুভিজ'-এর তরফে এই ছবির পুনরায় মুক্তির কথা ঘোষণা করা হয়। মজার ছলে তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানতে চাওয়া হয়, 'আর আর আর' কথার সম্পূর্ণ অর্থ কী? কয়েক ঘণ্টা পর তারা নিজেরাই উত্তর দিয়ে আরও একটি পোস্ট করে। লেখা হয়, এর পুরো অর্থ হচ্ছে, 'আরআরআর রি রিলিজ'। অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা।
আগামী ১০ মে, এই ছবি পুনরায় মুক্তি পাবে। দেশজুড়ে একাধিক প্রেক্ষাগৃহে এই ছবি দেখা যাবে, আবার। তবে কোন কোন প্রেক্ষাগৃহে কখন দেখা যাবে এই ছবি, সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। তবে কোমারাম ভীম ও অল্লুরী সীতারাম রাজুর জুটির কীর্তি ফের প্রেক্ষাগৃহে ম্যাজিক দেখাতে প্রস্তুত।
আরও পড়ুন: Arijit Singh: মঞ্চে দাঁড়িয়ে নখ কাটছেন অরিজিৎ সিংহ, ভিডিও ভাইরাল হতেই জুটল 'অপেশাদার' তকমা!
এই ছবির 'নাটু নাটু' গানটি বিশেষ খ্যাতি লাভ করেছিল। দুই দক্ষিণ ভারতীয় বিপ্লবী, অল্লুরি সীতারামা রাজু ও কোমারাম ভীমের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয় এই ছবি। ১৯২০-র প্রেক্ষাপটে স্বাধীনতা পূর্ব ভারতের ওপর তৈরি ছবি। এই ছবিতে অভিনয় করেছিলেন আলিয়া ভট্ট, অজয় দেবগণও।
রোল নম্বর দিয়ে উচ্চ মাধ্যমিকের ফল দেখতে ক্লিক করুন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।