নয়াদিল্লি: এস এস রাজামৌলি (SS Rajamouli) পরিচালিত 'আর আর আর' (RRR) যে শুধু বক্স অফিসেই দাপিয়ে ব্যবসা করেছে তাইই নয়, সমালোচকদের দ্বারাও প্রশংসিত হয়েছে। এই ছবি ইতিমধ্যেই অনেক তকমা পেয়েছে। সম্প্রতি ছবির মুকুটে উঠল নয়া পালক। এবার হলিউডেও পাড়ি দিতে চলেছে দক্ষিণী এই ব্লকবাস্টার।


হলিউডের পথে 'আর আর আর'


রাম চরণ (Ram Charan) ও জুনিয়র এনটিআর (NTR Jr.) অভিনীত 'আর আর আর' মনোনীত হয়েছে 'হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন'-এর (Hollywood Critics Association) মিড-সিজন অ্যাওয়ার্ডসে (Midseason Awards)। বুধবার ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে 'সেরা ছবি' ক্যাটেগরিতে মনোনীত হয়েছে রাজামৌলির 'আর আর আর'। উল্লেখ্য, এই প্রথম কোনও ভারতীয় ছবি ওই অনুষ্ঠানে মনোনয়ন পেল।


'হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন' বছরে দু'বার পুরস্কার বিতরণ করে। একবার ফেব্রুয়ারি মাসে, আর একবার জুলাই মাসে। জুলাই মাসের অনুষ্ঠানটির নাম 'মিড-সিজন অ্যাওয়ার্ডস'। 


বুধবার, অনুষ্ঠানের কর্তৃপক্ষের তরফে মনোনীতদের তালিকা ঘোষণা করা হয়। 'শ্রেষ্ঠ ছবি'র ক্যাটেগরিতে হলিউডের অন্যান্য হেভিওয়েট ছবির সঙ্গে প্রতিযোগিতায় দেখা যাবে 'আর আর আর'-কে। তালিকায় অন্য নামগুলি হল, 'ম্যাভেরিক', 'দ্য ব্যাটম্যান', 'এলভিস' প্রভৃতি। ১ জুলাই সেরার নাম ঘোষণা করা হবে।


'হলিউড ক্রিটিক্স অ্যাসোসিয়েশন'-এর ট্যুইটার হ্যান্ডলে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়। সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত ভারতীয় সিনেপ্রেমীদের কমেন্টে ভরে ওঠে সেই পোস্ট। নেটিজেনদের মতে, 'সেরার শিরোপা 'আর আর আর' না জিতলেও, এই মনোনয়নই ভারতীয় সিনেমার জয়'। 


 






'আর আর আর' ছবির নেপথ্য কাহিনি


রাজামৌলি পরিচালিত 'আর আর আর' ছবিটি তৈরি হয়েছে দুই কাল্পনিক চরিত্রকে ঘিরে। ১৯২০ সালের পরাধীন ভারতের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। ছবিতে আলিয়া ভট্ট, অজয় দেবগণকেও দেখা গেছে গুরুত্বপূর্ণ চরিত্রে। বক্স অফিসে এই ছবি ১১০০ কোটি টাকার ব্যবসা করেছে। 


আরও পড়ুন: Siddharth Kiara: জুটির ম্যাজিক? পর্দায় ফের সিদ্ধার্থ-কিয়ারার রোম্যান্স দেখার অপেক্ষায় অনুরাগীরা