কলকাতা: এক ঝলকে দেখলে তাঁকে চেনাই দায়। অভিনেতার পোশাক থেকে শুরু করে হাবভাব.. আপনাকে মনে করাবেই কিংবদন্তি এক ছবির, কিংবদন্তি এক চরিত্রের কথা। সত্যজিৎ রায় (Satyajit Roy) পরিচালিত 'হীরক রাজার দেশে' ছবির হীরক রাজের কথা। তবে প্রোফাইলের নাম আপনাকে চিনিয়ে দেবে, এই অভিনেতার আসল পরিচয়। রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)। ভোটপ্রচারের টলিউড-বলিউডের এই অভিনেতা এবার হীরকরাজ!


রুদ্রনীলের রাজনৈতিক পরিচয় দেওয়ার প্রয়োজন নতুন করে নেই। বিজেপির প্রার্থী তিনি নন বটে, তবে বিজেপির তারকা প্রচারক তিনি। লোকসভা নির্বাচনের তারকা প্রচারকের তালিকায় নাম রয়েছে তাঁর। পথে নেমে প্রচারের পাশাপাশি, সোশ্যাল মিডিয়াতেও অভিনব প্রচার সারেন এই অভিনেতা। বিভিন্ন নাতিদীর্ঘ রাতনৈতিক কবিতা লিখে তিনি তা পাঠ করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে উঠে আসে বর্তমান পরিস্থিতি, রাজনৈতিক টানাপোড়েন থেকে শুরু করে বিরোধী দল নিয়ে বিভিন্ন কটাক্ষ। রুদ্রনীলের এই কবিতাগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরালও হয়। 


তবে এবার, ভোটপ্রচারে রুদ্রনীল হীরকরাজ। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে তাঁকে দেখা যাচ্ছে হীরকরাজার বেশে। আবহে বাজছে.. ওরে মন দিয়ে শোন সব জনতা/ গাইছি বড় দুখে/ হীরক রানির পোড়া দেশে/ কেউ নাইকো সুখে..' ছোট্ট সেই গানে এটুকু স্পষ্ট, কলিতে কলিতে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), কখনও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কখনও আবার তৃণমূলের শাসনকেই বিঁধেছেন অভিনেতা। তবে এই গানকে টিজ়ার বলে উল্লেখ করেছেন তিনি। 


সোশ্যাল মিডিয়ায় ছোট্ট এই ক্লিপিংসটি পোস্ট করে রুদ্রনীল লিখেছেন, "যারা বানিয়েছে বাংলাকে হীরক রাজার দেশ...তাদের স্বৈরাচার এবার হবে শেষ।".. আসছে...। এর আগে, রাজনৈতিক কবিতার জন্য চর্চায় ছিলেন রুদ্রনীল। তবে এবার তাঁর নতুন অস্ত্র হতে চলেছে এই রাজনৈতিক গান। প্রসঙ্গত, এই প্রথম নয়, তৃণমূল থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, বিজেপি.. বিভিন্ন সময়েই বিভিন্ন দল গানকে ব্যবহার করেছেন রাজনীতির প্রচারের মাধ্যম হিসেবে। এবার সেই তালিকায় নাম লেখালেন রুদ্রনীলও।


 






আরও পড়ুন: Payel-Dwaipayan's Story: ইঞ্জিনিয়ার স্বামীকে নিয়ে নেচে গোটা বিশ্বে সাড়া ফেলেছেন পায়েল, 'ভাইরাল' যুগলের প্রেম-সংসারের গল্প


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।