কলকাতা: ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ শ্যুটিং শুরু হয়েছে রাম কমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' (Binodini Ekti Narir Upakhyan) ছবির। কিন্তু এক মাসের মাথাতেই বন্ধ করতে হল শ্যুটিং। কিন্তু কেন? পরিচালক এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন টিমের অধিকাংশ সদস্য ভাইরাল ফিভারে আক্রান্ত। সকলের দ্রুত আরোগ্য কামনা করে পোস্ট করেছেন রাম কমল।


অসুস্থ 'বিনোদিনী'র টিমের বড় অংশ, বন্ধ শ্যুটিং


আপাতত অন্তত এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হল 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং। পরিচালক রাম কমল মুখোপাধ্যায়ের পোস্টেই স্পষ্ট, ছবির টিমের বড় অংশ ভাইরাল ফিভার ও ইনফেকশনে আক্রান্ত। অসুস্থ অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।


সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সিনেমার মুখ্য অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাম কমল। ক্যাপশনে লেখেন, 'টিম 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান', দ্রুত সেরে ওঠো! তোমরা প্রত্যেকে যোদ্ধা এবং এটা তোমরা করে দেখাবেই। দুর্ভাগ্যবশত কাস্ট ও ক্রিউ সদস্যদের সিংহভাগ শ্যুটে ভাইরাস আক্রান্ত হয়েছেন। রুক্মিণী মৈত্র সহ আমার পুরো ডিরেক্টোরিয়াল টিম, আমার আর্ট ডিপার্টমেন্ট, কস্টিউম ডিপার্টমেন্ট ও হেয়ার-মেকআপ টিম সকলেই একটা ভাইরাল অ্যাটাক ও ধূম জ্বরে ভুগছে। সকলেরই চিকিৎসা চলছে এবং সকলেই সতর্কতা মেনে চলছেন যাতে দ্রুত কাজে ফিরতে পারেন তাঁরা। সকলের দ্রুত আরোগ্য কামনা করছি। দয়া করে আমার টিমের জন্য প্রার্থনা করবেন। হরি গুরু, গুরু হরি।'


 



প্রসঙ্গত, ঠিক এক মাস আগে যেদিন শ্যুটিং শুরু হয় সেদিনই প্রকাশ্যে আসে ছবিতে বিনোদিনী রূপে রুক্মিণীর রূপ। পাতা কেটে বাঁধা খোঁপা, কপালে পরেছে পরিপাটি চুল। গাঢ় নীল শাড়ির লাল পাড়, তাতে সোনালী কাজ। ভারী সোনার গয়নায় পুরনো দিনের নকশা। বসার ভঙ্গিমা এক ঝলকে মনে করিয়ে দেয় ঐতিহাসিক চরিত্র নটি বিনোদিনীর কথা।


আরও পড়ুন: The Elephant Whisperers: অস্কারের মঞ্চে সেরা 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স', অনলাইনে কোথায় দেখবেন এই ছবি?


সহজ ছিল না রুক্মিণীকে বিনোদিনী সাজিয়ে তোলা। স্টাইল থেকে শুরু করে মেকআপ, সবকিছুই একেবারে সঠিক হওয়া উচিত। ছবিতে নজর কেড়েছে রুক্মিণীর চুলের ধরণ। কেশসজ্জার দায়িত্বে মৌসুমী ছেত্রী। তিনি জানিয়েছেন, রুক্মিণী যেহেতু বেশ লম্বা, সেই সামঞ্জস্য রেখে ৪ ইঞ্চি পর্যন্ত বাড়াতে হয়েছিল তাঁর চুল। রুক্মিণীর নিজের চুলের সঙ্গে মানানসই লাগার জন্য, ত্রিপুরা থেকে আনানো হয়েছিল রুক্মিণীর জন্য বিশেষ চুল। পাতা কেটে চুল বাঁধার যে ধরণ সেইসময়ে ছিল, তা তৈরি করতেও বেশ বেগ পেতে হয়েছিল মৌসুমীকে। কাজ করেনি জেল বা নারকেল তেল। শেষে জল দিয়ে চুল সেট করতে হয়েছিল রুক্মিণীর। 


তবে আপাতত এক সপ্তাহ এই সমস্ত কিছুই বন্ধ। শ্যুটিং স্থগিত। গোটা টিম দ্রুত সুস্থ হয়ে উঠুক, সেই আশাতেই সকলে।