কলকাতা: এই ছবি মুক্তির খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া জুড়ে গুঞ্জন। এই ছবি মুক্তির আলো দেখুক, তা নাকি চাননি রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। অথচ শনিবারের শহরে প্রেমিক দেবের (Dev) পাশে বসে, অসুস্থ শরীর নিয়ে সেই সিনেমাই পর্দায় দেখলেন রুক্মিণী। দেব আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhasree Ganguly)-র রসায়ন দেখলেন পর্দায়, শুধু তাই নয়, 'ধূমকেতু'-র দ্বিতীয় অংশের আবেদন ও জানালেন দর্শকাসন থেকে। 

শনিবার শহরে আয়োজন করা হয়েছিল 'ধূমকেতু'-র একটি স্পেশাল স্ক্রিনিংয়ের। সেখানে যথারীতি তারকা সমাগম। উইন্ডোজ-এর সঙ্গে নিজের নতুন সিনেমার প্রচার সেরে 'ধূমকেতু'-র স্পেশাল স্ক্রিনিংয়ে এসেছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। এসেছিলেন জন, রোহন অঙ্গনা থেকে একাধিক তারকারা। এসেছিলেন অনুপম রায় (Anupam Roy), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), রানা সরকার (Rana Sarkar), রুদ্রনীল সেনগুপ্ত (Rudraneel Sengupta) সহ এই সিনেমার কলাকুশলীরা। তবে উপস্থিত ছিলেন না শুভশ্রী গঙ্গোপাধ্যায়। 

'ধূমকেতু' সংক্রান্ত কোনোও অনুষ্ঠানেই এর আগে উপস্থিত থাকেননি রুক্মিণী। তবে তাঁর এদিনের উপস্থিতি যেন ফের একবার প্রমাণ করে দিল, এই ছবি নিয়ে তাঁর মনে বিন্দুমাত্র তিক্ততা নেই। এখানেই শেষ নয়, সিনেমা শেষে যখন ছবি নিয়ে কথা বলছেন কৌশিক, তখন তাঁর কাছে প্রশ্ন আসে, 'ধূমকেতু ২' কবে আসবে? কারণ সিনেমার শেষে পর্দায় সলেখা ভেসে ওঠে, কাহিনী অসমাপ্ত। এর উত্তরে রুক্মিণী মৈত্র বলে ওঠেন, 'প্লিজ ধূমকেতু ২ তাড়াতাড়ি আসা চাই, আরও ১০ বছর অপেক্ষা করতে পারব না। এতটা উত্তেজনা আমি নিতে পারব না।'

এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে দেব বলেন, 'একটা সিনেমার পিছনে কতটা পরিশ্রম রয়েছে, সেটা অনেকেই জানেন না। শুধু সিনেমায় অভিনয়ের বিষয়টাই নয়, সিনেমাটা নিয়ে কত লড়াই করতে হয়েছে। কখনও মামলা হচ্ছে, কখনও ছবিটা অন্যান্য সমস্যায় জড়িয়ে পড়ছে। কিন্তু এই সিনেমাটাকে মুক্তির আলো দেখানোর জন্য কতটা খাটতে হয়েছে, সেটা অনেকেই জানেন না। তবে খাটনিটা দেখা যায়। 'ধূমকেতু' মুক্তির পিছনে কতটা খাটনি রয়েছে, কতটা চেষ্টা রয়েছে সেটা একমাত্র রুক্মিণীই জানে। ওই একমাত্র মানুষ যে জানে আমি কতটা চেয়েছিলাম এই সিনেমাটা মুক্তি পাক।

আর রুক্মিণী? প্রেক্ষাগৃহ থেকে বেরনোর সময় তিনি দেবের হাত ধরে বলে গেলেন.. 'দুর্দান্ত.. দুর্দান্ত লেগেছে আমার সিনেমাটা...'