কলকাতা: দুটি ছবি তৈরি হচ্ছে নটী বিনোদিনীর (Nati Binodini) জীবনকে কেন্দ্র করে। একটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অন্যটিতে নাম ভূমিকায় দেখা যাবে টলিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। স্বাভাবিকভাবেই নটী বিনোদিনীর ভূমিকায় কাকে বেশি মানাবে, সে প্রসঙ্গ উঠছেই। কঙ্গনা নাকি রুক্মিণী, কে এই চরিত্রে বেশি মানানসই। সেই তুলনা উঠতেই নিজের মত জানালেন রুক্মিণী মৈত্র।
কঙ্গনার সঙ্গে তুলনা প্রসঙ্গে রুক্মিণী মৈত্র-
সদ্যই কঙ্গনা রানাউত ঘোষণা করেছেন যে, তিনি ছবি নির্মাতা প্রদীপ সরকারের আগামী ছবিতে কাজ করতে চলেছেন। যার বিষয়বস্তু নটী বিনোদিনীকে কেন্দ্র করে। সম্প্রতি এক সাক্ষাতকারে টলিউড অভিনেত্রী রুক্মিণী সেই প্রসঙ্গে বলেন, 'এটা খুবই ভালো একটা খবর। এমন একটা বিষয়ের উপর ছবিতে অভিনয়ের জন্য আমি ওঁকে (কঙ্গনা রানাউত) ধন্যবাদ জানাতে চাই। যদিও আমার ছবি বিনোদিনীর ঘোষণা আগেই হয়ে গিয়েছে, তারপরও বলতে চাই এটা ভেবেই গর্ববোধ হচ্ছে যে, সারাদেশে এমন একটা বিষয়ের উপর ছবি তৈরি হচ্ছে। আমার শুভেচ্ছা সবসময় রয়েছে। আর কঙ্গনা রানাউতের সঙ্গে তুলনায় প্রসঙ্গে বলতে চাই এতে আমি গর্বিত। কারণ, আমি নিজেও ওঁর একজন অনুরাগী। ও অনেক সিনিয়র অভিনেত্রী। আর অসাধারণ একজন অভিনেত্রী। আর ওর কাজের একান্ত অনুরাগী। এর থেকে বেশি আর কিই বা বলতে পারি। আমি আমার সেরা পারফরম্যান্সটা দেওয়ার চেষ্টা করব। আর জানি কঙ্গনাও ওঁর সেরা পারফরম্যান্সটাই করবেন। যেমনটা সবসময় করে থাকেন।'
আরও পড়ুন - Uunchai: পরিচালকের সঙ্গে মধুর সম্পর্ক হওয়ার পরও কেন 'উঁচাই' ছবিতে জায়গা পেলেন না সলমন?
প্রসঙ্গত, সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে নটি বিনোদিনীর একটি ছবি শেয়ার করে নিয়েছেন কঙ্গনা। যদিও এই প্রথম নয়, এর আগেও ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনা রানাউতকে। ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ (Manikarnika: The Queen of Jhansi) ছবিতে রানি লক্ষ্মী বাঈ (Laxmi Bai), ‘থালাইভি’-তে (Thalaivi) জয়ললিতা (Joylalita) এবং ‘এমার্জেন্সি’ (Emergency) ছবিতে ইন্দিরা গাঁধীর (Indira Gandhi) চরিত্রে দেখা গিয়েছিল কঙ্গনাকে। আর এবার তাঁকে দেখা যাবে বাংলার এক আইকনের চরিত্রে। একটি বিবৃতিতে কঙ্গনা জানিয়েছেন, তিনি প্রদীপ সরকারের কাজের অনুরাগী। এই সুযোগটা পেয়ে আমি ভীষণ খুশি। ওঁর সঙ্গে এটা আমার প্রথম কাজ হতে চলেছে। গোটা ভারতবর্ষে এক আইকনিক চরিত্রকে আমি পর্দায় ফুটিয়ে তুলব ভেবেই উত্তেজনা হচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা করছি কাজ শুরু করার।' সূত্রের খবর, এই ছবির শ্যুটিং হবে কলকাতাতেই। তবে কঙ্গনা ছাড়া এই ছবিতে আর কে কে থাকবেন তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কবে ছবির শ্যুটিং শুরু হবে তাও এখনও জানা যায়নি। এই ছবি বিনোদিনীর জীবনীচিত্র কি না তা এখনও স্পষ্ট নয়।