কলকাতা: এই সিনেমা নিয়ে বরাবরই আবেগপ্রবণ তিনি। একাধিকবার, বিভিন্ন জায়গায় তিনি বলেছেন, এই ছবিটি করতে গিয়ে কী কী কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। কিন্তু তাঁর প্রাপ্তির ঝুলিও যেন পূর্ণ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রথমে স্টার থিয়েটারের নামবদল হওয়া.. মুক্তি পাওয়া প্রত্যেকটা গানে দর্শকদের ভালবাসা পাওয়া.. আর এবার তাঁর জন্য একটি চমক। সোশ্যাল মিডিয়ায় সেই চমকের ভিডিও পোস্ট করে নিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। 'বিনোদিনী' ছবিটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ঠিক কী করেছেন তাঁর বাড়িতে থাকা, তাঁর সর্বক্ষণের কর্ম-সহযোগী? সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আবেগপ্রবণ হলেন রুক্মিণী।
সোশ্যাল মিডিয়ায় রুক্মিণী লিখেছেন, 'সৃষ্টিদি পাঁচ বছর আগে আমাদের বাড়িতে এসেছিলেন, আর এখন আমাদের পরিবারের অংশ হয়ে উঠেছেন। সৃষ্টিদি ট্রেনে করে আমাদের বাড়িতে আসেন। আজ সকালে উনি আমায় ওই ভিডিওটা পাঠিয়ে চমকে দিয়েছেন। সৃষ্টিদি আমার আগামী ছবি বিনোদিনী-র ২০০টা কপি প্রিন্ট করিয়েছেন। নিজের টাকায়। উনি ট্রেনে রোজ সহযাত্রীদের হাতে হাতে বিলি করেন এই কার্ড। উনি যখন এই কথাটা আমাদের বললেন, আমাদের মন ছুঁয়ে গেল গোটা বিষয়টা। আমি কান্না থামাতে পারছি না। অভিনেত্রী হিসেবে এই পাওনা বিশাল। এই মুহূর্তগুলোর জন্য, এি মানুষগুলোর জন্য পৃথিবীতে আরও বেশি করে বাঁচতে ভাল লাগে। সৃষ্টিদি, তোমাকে ভালবাসি। বিনোদিনীর সফরটা তোমার জন্য আরও সুন্দর হয়ে উঠল। সৃষ্টিদি, তোমায় ভালবাসি।'
সম্প্রতি এই ছবি তৈরি নিয়ে রুক্মিণী এবিপি লাইভকে বলেছিলেন, 'একজন অভিনেত্রীর ৭ বছরের কেরিয়ারে একটা ছবি করতে, পোস্টারে একা থাকতে ৫টা বছর লেগে গেল। বিনোদিনীর প্রথম পরিকল্পনা হয়েছিল ২০১৯ সালে। সেই থেকে বারে বারেই মনে হয়েছে, ছবিটি বোধহয় আর হবে না। কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। 'বিনোদিনী' করলে রামকমলের সঙ্গেই করব। তাতে যদি আমায় ১০ বছর অপেক্ষা করতে হয়, করব। শুরু থেকে তো কম কথা শুনতে হয়নি। ছবির প্রযোজক পালিয়ে গিয়েছে। কত নায়ক ছবিটিতে অভিনয় করতে রাজি হননি। নাকচ করে দিয়েছেন। আমাদের শুনতে হয়েছে, পোস্টারে বিনোদিনী নয়, হিরোর মুখ দাও। ছবির নাম বদলে তার সঙ্গে একটা পুরুষ চরিত্রের নাম জুড়ে দাও। তবেই এই ছবি ব্যবসা করতে পারবে। কিন্তু রাম বলেছিল, 'আমি বিনোদিনী বানাচ্ছি। পোস্টারে একা বিনোদিনী-ই থাকবে।' একা একটা পোস্টারে থাকতে আমার পাঁচ বছর সময় লেগে গেল।'
আরও পড়ুন: Saif Ali Khan: বাবাকে দেখতে করিনার সঙ্গে হাসপাতালে তৈমুর-জেহ, কেমন আছেন সেফ?