কলকাতা: ১৩ এপ্রিল, শনিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছিলেন, ফের হ্যাক হয়েছে তাঁর প্রোফাইল। তবে রবিবার, নববর্ষের দিন প্রকাশ্যে এল আসল 'সত্যি'। হ্যাক হয়ে গিয়েছে রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra)-র ফেসবুক প্রোফাইল নাকি গোটাটাই একটা ছবির প্রচার?
জিৎ (Jeet)-এর সঙ্গে যে রুক্মিণী বুমেরাং (Boomerang) বলে একটি ছবিতে অভিনয় করছেন, সেই খবর ইতিমধ্যেই সবার জানা। নববর্ষের দিন প্রকাশ্যে এল সেই ছবিরই টিজা়র। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে। আর সেই ছবির প্রচারের জন্যই রুক্মিণী প্রচার করেছিলেন যে তাঁর ফেসবুক প্রোফাইলটি হ্যাক হয়ে গিয়েছে। কিন্তু আসলে তা ভুল। কালকের গোটা দিনই রুক্মিণীর প্রোফাইল থেকে বেশ কিছু পোস্ট করা হয়েছে। সেগুলো অর্থহীন বলে মনে হলেও, সেগুলো আসলে রোবোটিক ভাষা। এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে রুক্মিণীকে, একটি চরিত্র রোবটের। এই প্রথম এমন রোবটের ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে।
যে টিজার প্রকাশ্যে এসেছে, সেখানেই পাওয়া যায় কাহিনীর আভাস। এখানে জিৎ-কে দেখা যাবে একজন বিজ্ঞানীর ভূমিকায়। তাঁর প্রেমিকার ভূমিকায় দেখা যাবে রুক্মিণীকে। তবে এখানেই শেষ নয়, বিজ্ঞানী সমর সেন (জিতের চরিত্রের নাম) তৈরি করবে একটি রোবটের যাকে অবিকল তাঁর প্রেমিকার মতো দেখতে। এখান থেকেই ঘুরে যাবে গল্পের মোড়। টিজার দর্শককে মনে করিয়ে দিতে পারে দক্ষিণী ছবি 'রোবট'-এর কথা। যেখানে একজন বিজ্ঞানী ও একজন রোবটের চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্ত (Rajnikant)-কে।
এই টিজারে রুক্মিণীর যে লুক দেখা গিয়েছে, সেখানে তাঁর নীল চোখ, দুই দিকে ঝুঁটি করে বাঁধা চুল... সব মিলিয়ে বেশ অন্যরকমই দেখাচ্ছে তাঁকে। রোবট রুক্মিণীর চরিত্রের নাম নিশা। আজকে এই ফেসবুক হ্যাক হওয়ার ঘটনার 'সত্যি'-টা জানিয়েছেন এই নিশাই। সোশ্যাল মিডিয়ায় আজ রুক্মিণী পোস্ট করেছেন, 'সরি রুক্মিণী, আমি নিশা! সমর সেনের কথাতে আমি হ্যাক করেছিলাম আর সমর সেন-এর কথাতেই এটা ফিরিয়ে দিচ্ছি।' অর্থাৎ গোটাটাই ছবির প্রচারের অংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।