কলকাতা: এই ছবি তৈরির আগে কম জটিলতা তৈরি হয়নি। অনেক কথা, অনেক জল্পনা, কটাক্ষ.. সমস্ত কিছু পেরিয়ে আজ মুক্তির অপেক্ষায় রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত, রামকমল মুখোপাধ্যায় পরিচালিত 'বিনোদিনী'। পোস্টারে একা রুক্মিণী.. এর জন্য নাকি কম লড়াই করতে হয়নি নায়িকাকে। পেরিয়ে গিয়েছে পাঁচটা বছর। শুনতে হয়েছে অনেক কটাক্ষ, বাঁকা কথা। ছবি মুক্তির আগে, সেই সমস্ত কথাই এবিপি লাইভের সামনে তুলে ধরলেন রুক্মিণী। 


'বিনোদিনী'-তে অভিনয় করতে গিয়ে কী কী চ্যালেঞ্জ এসেছে রুক্মিণীর কাছে? একটু হেসে রুক্মিণী বললেন, 'প্রথমেই তো বিনোদিনী হয়ে ওঠা একটা বিশাল বড় চ্যালেঞ্জ ছিল। কত কটাক্ষ, কত কথা.. তার কোনও কিছুতে কান না দিয়ে অনুশীলন করে যাওয়া, নাচ, অভিনয় শিখে যাওয়া... এটাই তো আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি সবসময় বিশ্বাস করি, কথায় নয়, কাজে উত্তর দিতে। তবে এটাকে আমি চ্যালেঞ্জ হিসেবে নিই না। আমরা যেমন ঠাকুরের কাছে পুষ্প অর্পণ করি, তেমনই আমার কাজটাকেও আমি দর্শকদের পায়ে অর্পণ করি। তারপরে দর্শক সেটাকে গ্রহণ করবেন কি না, সেটা তাঁদের ওপর।'


রুক্মিণী আরও বলেন, 'একজন অভিনেত্রীর ৭ বছরের কেরিয়ারে একটা ছবি করতে, পোস্টারে একা থাকতে ৫টা বছর লেগে গেল। বিনোদিনীর প্রথম পরিকল্পনা হয়েছিল ২০১৯ সালে। সেই থেকে বারে বারেই মনে হয়েছে, ছবিটি বোধহয় আর হবে না। কিন্তু আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। 'বিনোদিনী' করলে রামকমলের সঙ্গেই করব। তাতে যদি আমায় ১০ বছর অপেক্ষা করতে হয়, করব। শুরু থেকে তো কম কথা শুনতে হয়নি। ছবির প্রযোজক পালিয়ে গিয়েছে। কত নায়ক ছবিটিতে অভিনয় করতে রাজি হননি। নাকচ করে দিয়েছেন। আমাদের শুনতে হয়েছে, পোস্টারে বিনোদিনী নয়, হিরোর মুখ দাও। ছবির নাম বদলে তার সঙ্গে একটা পুরুষ চরিত্রের নাম জুড়ে দাও। তবেই এই ছবি ব্যবসা করতে পারবে। কিন্তু রাম বলেছিল, 'আমি বিনোদিনী বানাচ্ছি। পোস্টারে একা বিনোদিনী-ই থাকবে।' একা একটা পোস্টারে থাকতে আমার পাঁচ বছর সময় লেগে গেল।'


রুক্মিণী আরও বলেছেন, তিনি এই ছবিটির জন্য কত্থক শিখেছিলেন। তবে যখনই মনে হত ছবিটি হবে না, তিনি হতাশায় নাচ ছেড়ে দিতেন। তবে তাঁর নাচের শিক্ষিকা একটা সময়ে বলেছিলেন, এভাবে নাচ না ছাড়তে। কারণ নাচও সরস্বতীর অংশ। তারপর থেকে আর নাচ ছাড়েননি রুক্মিণী। অবশেষে পর্দায় কত্থক নেচে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি। 


আরও পড়ুন: Rukmini Maitra: 'বিনোদিনী' মুক্তির আগে, শ্রীরামকৃষ্ণের স্মৃতি ছুঁয়ে দেখতে বেলুড়মঠে রুক্মিণী, করলেন প্রার্থনা