মুম্বই: আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অজয় দেবগন (Ajay Devgn), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan), রকুলপ্রীত সিংহ অভিনীত বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪' (Runway 34)। ছবির মুক্তির আগে আজ এই ছবির দ্বিতীয় ট্রেলার মুক্তি পেল। প্রথম ট্রেলার মুক্তি পেতেই এই ছবিকে কেন্দ্র করে দর্শকদের উত্তেজনা টের পাওয়া গিয়েছিল। ছবির দ্বিতীয় ট্রেলার (Runway 34 New Trailer) ছবির রহস্য আরও বাড়াল। 


'রানওয়ে ৩৪' ছবির নতুন ট্রেলার-


এদিন বলিউড তারকা অজয় দেবগন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'রানওয়ে ৩৪'-এর নতুন ট্রেলার পোস্ট করেন। ছবিতে তিনি শুধুমাত্র একজন অভিনেতাই নন। এই ছবির পরিচালনা থেকে প্রযোজনা সমস্তটাই তাঁর করা। ফলে স্বাভাবিকভাবেই 'রানওয়ে ৩৪' অজয় দেবগনের কেরিয়ারে অন্যতম গুরুত্বপূর্ণ ছবি হয়ে থাকতে চলেছে। এই ছবিতে অজয় দেবগনের সঙ্গে দেখা যাবে আরও দুই তাবড় অভিনেতাকে। একজন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। অন্যজন বহুমুখী চরিত্রে অভিনয়ের দক্ষতা রাখে। তিনি বোমান ইরানি। 'রানওয়ে ৩৪' ছবির দ্বিতীয় ট্রেলারে নেট নাগরিকদের নজর কেড়ে নিলেন অজয়, অমিতাভ, বোমান। আর এই তিন দক্ষ অভিনেতার কাঁধে চেপেই রহস্য আরও গভীর হল ছবির।



আরও পড়ুন - Ranbir Alia Marriage: রণবীর-আলিয়া বিয়ের প্রসঙ্গ উঠতেই এ কী বললেন শিল্পা শেট্টি!


প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছোট্ট ভিডিও ক্লিপ পোস্ট করেন অজয় দেবগন। সেখানে অজয়ের সঙ্গে ছিলেন তাঁর সহ-অভিনেতা বোমান ইরানি ও ছবির গোটা টিম। সকলে মিলে একসঙ্গে সেখানে ছবির শ্যুটিং 'র‍্যাপ আপ' ঘোষণা করেন। আর তারপরই আজব কাণ্ড। হঠাৎ দেখা গেল সকলেই কামড় বসালেন আসল 'র‍্যাপ'-এ (Wrap)। আসলে একটি বিশেষ ধরনের খাবারের নাম 'র‍্যাপ'। সাধারণত সবজি, মেয়োনিজ বা চিজ, চিকেন ইত্যাদি দিয়ে সেটিকে রুটির মতো কিছু দিয়ে পাকিয়ে দেওয়া হয় অর্থাৎ 'র‍্যাপ' করে দেওয়া হয়। এই কারণেই ওই খাবারটিকে 'র‍্যাপ' বলে। 'আমরা ফ্লাইটের খাবারকে একটু বেশি সিরিয়াস নিয়েছি! "রানওয়ে ৩৪"- শ্যুটিং 'র‍্যাপ' হল। আপনাদের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে...'। এমনই ক্যাপশনে ভিডিও পোস্ট করেন অজয় দেবগন। ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী রকুল প্রীত সিংহও (Rakul Preet Singh)। তিনি যদিও এই 'র‍্যাপ আপ' ভিডিওয় উপস্থিত ছিলেন না। তাই পোস্টে কমেন্ট করে লেখেন, 'আমি 'র‍্যাপ'টা মিস করলাম! কিন্তু টিমের হয়ে প্লেন ধরে নিয়েছি যদিও।'