নয়াদিল্লি: ছোটপর্দার 'অনুপমা' (Anupama) ওরফে রূপালি গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly) এখন সকলের বাড়ির মেয়ে। সম্প্রতি তাঁর অপর একটি পরিচয় তৈরি হয়েছে। তিনি যোগ দিয়েছেন বিজেপিতে। আজ আবারও তিনি মন জয় করলেন 'অনুপমা' হয়ে। শেয়ার করলেন একটি বিহাইন্ড দ্য সিন (behind the scene) দৃশ্য।
'বিহাইন্ড দ্য সিন' ভিডিওয় রূপালি, ছুড়লেন উড়ন্ত চুম্বন...
শ্যুটিং সেটের একটি ভিডিও পোস্ট করলেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে রূপালি বসে রয়েছেন একটি ক্রেনের ওপর, এবং ড্রোনে শ্যুটিং হচ্ছে। সেই দিকে তাকিয়ে উড়ন্ত চুম্বন ছুড়ে দিলেন তিনি। সেই শ্যুটিং চালকালীন কেউ একজন মুহূর্ত ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিও নিজেই পোস্ট করেন অভিনেত্রী। সবশেষে তাঁকে ক্যামেরার দিকে তাকিয়ে অবাক হতেও দেখা যায়। এই ভিডিও রীতিমতো ভাইরাল ও ট্রেন্ডিং।
এদিন ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'আজকের বিটিএস। কী গান আমি আসলে গাইছি সেটা আন্দাজ করুন। ধন্যবাদ সংযুক্তা এটা শ্যুট করার জন্য।'
সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়েছেন অভিনেত্রী। গত বুধবার অর্থাৎ ১ মে বিজেপিতে যোগ দেন রূপালি গঙ্গোপাধ্যায়। BJP-তে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রূপালি। সেখানে তাঁকে দলে স্বাগত জানান খোদ নাড্ডা। এর পর সাংবাদিক বৈঠকেও যোগ দেন রূপালি। তিনি বলেন, 'উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই এই সিদ্ধান্ত।' (Rupali Joins BJP)
আরও পড়ুন: Kanchan-Sreemoyee: 'তোমার মতো মানুষ পেয়ে আমি চিরকৃতজ্ঞ', কাঞ্চনের জন্মদিনে ভালবাসায় ভরালেন শ্রীময়ী
বিজেপিতে যোগ দেওয়ার সময়ে, জন্মসূত্রে বাঙালি রূপালির পরনেও ছিল পদ্ম আঁকা গেরুয়া শাড়ি। হাতে শাঁখা-পলা-নোয়া। BJP-তে যোগদান নিয়ে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে চলতে চাই, দেশের সেবায় নিযুক্ত হতে চাই। অমিত শাহের নেতৃত্বে এগোতে চাই। এমন কিছু করতে চাই, যাতে আজ যাঁরা আমাকে দলে নিলেন, একদিন আমাকে নিয়ে গর্ববোধ করেন ওঁরা।' লোকসভা নির্বাচন চলাকালীনই BJP-তে যোগ দিলেন রূপালি। তবে তিনি নির্বাচনে নাম লেখাবেন কি না, সেই নিয়ে কিছু খোলসা করেননি রূপালি। BJP-র তরফেও এ নিয়ে কিছু জানানো হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।