কলকাতা: সঙ্গীতশিল্পী কে কে-র (KK Death) মৃত্যু ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি। বিতর্ক চলছে কে কে প্রসঙ্গে রূপঙ্করের (Rupankar Bagchi) মন্তব্য নিয়েও। আর এই মৃত্যু বিতর্কের মাঝে প্রথম স্টেজ শো (Stage Show) করলেন শিল্পী রূপঙ্কর বাগচী। পুলিশি ঘেরাটোপের মধ্যে করলেন অনুষ্ঠান। শো শেষে হাত জোর করে বেরিয়ে যান শিল্পী।


কে কে-র মৃত্যু বিতর্কের মাঝে প্রথম স্টেজ শো রূপঙ্করের


সঙ্গীতশিল্পী KK-র মৃত্যু বিতর্কের মধ্যে প্রথম স্টেজ শো করলেন শিল্পী রূপঙ্কর বাগচী। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে টালার মোহিত মৈত্র মঞ্চে অনুষ্ঠান করেন। একটি স্কুলের প্রাক্তনীদের পুনর্মিলন উৎসবে এদিন গান করেন শিল্পী। এক AC-র নেতৃত্বে মঞ্চের ভেতরে ও বাইরে নিরাপত্তায় ছিলেন প্রায় ৯০ জন পুলিশকর্মী। পাশাপাশি, KK-র মৃত্যুর পর কলকাতা পুলিশের নির্দেশিকা অনুযায়ী অনুষ্ঠান মঞ্চের বাইরে রাখা ছিল অ্যাম্বুল্যান্স। প্রায় এক ঘণ্টা পর মঞ্চ ছাড়ার সময় কোনও কথা বলতে চাননি। হাত জোড় করে বেরিয়ে যান রূপঙ্কর।


 






নিজের মন্তব্য নিয়ে রূপঙ্করের বক্তব্য


বিতর্ক, ক্ষোভ, কুৎসার ঝড়... প্রায় ৩ দিন যোগাযোগ করা যায়নি সঙ্গীতশিল্পী রূপঙ্করের সঙ্গে। অবশেষে ৩ জুন মুখ খোলেন সঙ্গীতশিল্পী। কিন্তু ব্যক্তিগতভাবে কারও কাছে নয়, প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে। তিনি এলেন, একটি হাতে লেখা চিঠি পড়লেন, এবং তৎক্ষণাৎ সংবাদমাধ্যমের কাছে হাত জোড় করে মঞ্চ ত্যাগ করলেন। রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi)। কে কে-কে নিয়ে বিতর্কের পর সেই প্রথম প্রকাশ্যে মুখ খোলেন তিনি। 


আরও পড়ুন: Rupankar Bagchi Update: 'বরটা বড়ই বোকা, দুনিয়াদারিতে নেহাত কাঁচা', বিতর্কের মাঝে পোস্ট রূপঙ্কর-পত্নীর


কী ছিল রূপঙ্করের লেখা বয়ানে? সঙ্গীতশিল্পী বলেন, 'আমার যে ভিডিও গত ক’দিন ধরে ভাইরাল হয়েছে, এখানে আসার ঠিক আগে আমি তা মুছে দিলাম। কে কে যেখানেই থাকুন, ভাল থাকুন। ব্যক্তিগতভাবে তাঁর ওপর আমার কোনও বিদ্বেষ নেই। আমার সঙ্গে কে কে-র পরিবারের কোনও যোগাযোগ নেই। তাই আমি সংবাদমাধ্যমের মাধ্যমেই তাঁর পরিবারকে সমবেদনা জানাচ্ছি। আমি গুছিয়ে ঠিক বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক।'