কলকাতা: 'সারেগামাপা' রিয়্যালিটি শো-এর যে সঞ্চালক বদল হয়েছে, এই খবর ইতিমধ্যেই সবার জানা। আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) বদলে এই সিজনে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattcharyya)-কে। দীর্ঘদিন পরে ছোটপর্দায় কাজ করছেন অনির্বাণ। একসময়ে 'অপুর সংসার' ধারাবাহিকে একেবারে অন্য ভূমিকায় তাঁকে দেখতেন দর্শক। তবে এবার অভিনয় নয়, দর্শক দেখবেন সঞ্চালক অনির্বাণকে। কিন্তু এই দায়িত্ব নিয়ে তিনি অজান্তেই একটা উপকার করে ফেলেছেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীর (Rupankar Bagchi)।
রূপঙ্কর কন্যা মহুল এখন কিশোরী। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে সেই মহুলের প্রসঙ্গেই লিখেছেন রূপঙ্কর। অনির্বাণের সঙ্গে সারেগামাপার শ্যুটিং থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন রূপঙ্কর। ক্যাপশানে লিখেছেন, 'মহুল বড় হয়ে গিয়েছে,সেটাই স্বাভাবিক! মেয়ের থেকে এখন মায়ের ভুমিকাতেই ও সাবলীল। এদিক থেকে ওদিক হলেই ওর শাসনের ভয় থাকে,আমি মোটামুটি আমার ছোটবেলাতেই আবার ফিরে গিয়েছি। গতকাল এই ভদ্রলোকের সঙ্গে একটি শ্যুটিং ছিল। এবং তারপর থেকেই বাড়ি আসা ইস্তক মহুলের যে কি আদর আমাকে কি বলব। কি যে যত্ন করছে কি বলব।ভাই অনির্বাণ, তোমার আরও উন্নতি হোক!! আমার মত বাবাদের কাছে তুমি ত্রাতা মধুসূদন!' (অপরিবর্তিত)
রূপঙ্করের এই পোস্টেই স্পষ্ট, তাঁর কন্যা অনির্বাণের অন্ধ ভক্ত। আর যে নায়ককে পর্দায় দেখে অভিভূত হন কিশোরী মহুল, তাঁরই সঙ্গে শ্যুটিং সেরে ফিরেছেন বাবা। রূপঙ্করের মতে, সেই কারণেই মহুলের আদর-যত্ন বেড়েছে। অনুরাগীরা অবশ্য রূপঙ্করের এই পোস্ট দেখে দিব্যি মজা পাচ্ছেন। সঙ্গীতশিল্পী অবশ্য পোস্টটি করেওছেন বেশ মজার ছলেই।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে এই শো-এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছিল। তবে এবার সেই জায়গায় দেখা যাবে অনির্বাণকে। অভিনেতা ও পরিচালক হওয়ার পাশাপাশি, অনির্বাণ সঙ্গীতশিল্পী হিসেবেও বেশ জনপ্রিয়। 'কিচ্ছু চাইনি আমি' দিয়ে তাঁর সফর শুরু হলেও, এরপরে একাধিক প্লেব্যাক করেছেন তিনি। আর তাই, সঙ্গীতের অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে তাঁকে বেশ মানানসই বলেই মনে হচ্ছে দর্শকদের। এখনও সম্প্রচার শুরু হয়নি নতুন এপিসোডের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।