কলকাতা: অরিজিৎ সিংহের মতোই 'ফেম গুরুকুল'-এ ছিলেন তিনিও। তবে বছরের পর বছর ধরে কার্যত অন্তরালেই ছিলেন তিনি। দীর্ঘদিন পরে, একটি হিন্দি সিঙ্গলস নিয়ে ফের এলেন সঙ্গীতশিল্পী রূপরেখা বন্দ্যোপাধ্যায় (Ruprekha Banerjee)। টি সিরিজ (T Series) থেকে মুক্তি পেয়েছে রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের নতুন গান, 'তুম'। গানের ভিডিওটি শ্যুট হয়েছে পাহাড়ঘেরা কালিম্পং-এর অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ও আবেগঘন আবহকে নিয়ে। গানটির ভিডিও পরিচালনা করেছেন সায়ন্তন চক্রবর্তী। এই গানে ফুটিয়ে তোলা হয়েছে আবেগের মুহূর্ত, ভালবাসার কথা। আর দীর্ঘ এত বছর পরে, নতুন গান নিয়ে ভীষণ প্রত্যয়ী রূপরেখা বন্দ্যোপাধ্যায়। 

গানটি সুর দিয়েছেন সমিধ মুখোপাধ্যায় এবং কথা লিখেছেন বিজয় বিজয়বাট্ট। ভিডিওতে অভিনয় করেছেন অভি মল্লিক, প্রিয়াঙ্কা মন্ডল, এবং গায়িকা রূপরেখা বন্দ্যোপাধ্যায় নিজে। প্রায় ১ যুগেরও বেশি সময় পরে প্রেমের গান নিয়ে ফিরছেন রূপরেখা। তাহলে এই সময়টায় কেন লাইম লাইটের আড়ালে ছিলেন তিনি? রূপরেখা জানিয়েছেন, তিনি এতদিন অনুষ্ঠান করেছেন। নিয়মিত বজায় রেখেছেন রেওয়াজ ও। তবে মুম্বইতেও যে তিনি পা জমাতে চেষ্টা করেছিলেন সেই কথাও অস্বীকার করেননি বাংলার মেয়ে রূপরেখা। তবে দীর্ঘদিনই লাইম লাইট বা আলোচনা থেকে দূরে ছিলেন তিনি। আর এবার, নতুন গান নিয়ে ফিরেছেন রূপরেখা।

বনগাঁ-র মেয়ে রূপরেখার স্বপ্ন সফর শুরু হয়েছিল সুরের হাত ধরেই। জন্মের কার্যত পরেই আগরপাড়া চলে আসেন রূপরেখা। ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছেন রূপরেখা। এর পরের পড়াশোনা বিদ্যাসাগর কলেজে। ৬ বছর বয়স থেকে প্রথম গান শেখা শুরু করেন রূপরেখা। ৭ বছর বয়স থেকে শুরু করেন ধ্রুপদী ঘরানায় তালিম নেওয়া। গানের প্রতি চিরকালই ভালবাসা ছিল তাঁর। গানের জগতের হাত ধরেই প্রথম কাজ শুরু করেন তিনি। বাংলা ধারাবাহিকের গান গেয়েছেন রূপরেখা। পরবর্তীকালে রূপরেখা মুম্বইতে চলে যান। ভীমসেন যোশীর ছাত্রী ছিলেন রূপরেখা।

২০০৫ সালে ফেম গুরুকুল -এর বিজেতা হন রূপরেখা। এই সিজনে বিচারকের আসনে ছিলেন কেকে, শঙ্কর মহাদেবন ও জাভেদ আখতার। এরপরে 'জো জিতা ওহি সুপারস্টার'-এর একটি বিশেষ এপিসোডে দেখা গিয়েছিল তাঁকে। ভোজপুরী ও বাংলা গান গেয়েই কেরিয়ার এগিয়ে নিয়ে যান রূপরেখা। গেয়েছেন একাধিক হিন্দি গানও। হিন্দি, বাংলা ও ভোজপুরী মিলিয়ে প্রচুর গান গেয়েছেন তিনি। সিঙ্গলস ও অ্যালবাম মিলিয়ে তাঁর অনেকগুলি গানই রয়েছে।