কলকাতা: সোশ্যাল মিডিয়ায় 'সুখবর' শেয়ার করে নিতেই জুটেছে কটাক্ষ। তুলনা করা হয়েছে অনেকের কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)-এর সঙ্গে। তবে সেই সমস্ত কথায়, কটুক্তিতে এখন কান দিতে নারাজ তিনি। এখন তিনি দিন গুনছেন নতুন সদস্যের আগমনের। মা হতে চলেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)। বিয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে নিয়েছেন তিনি। এখন কেমন আছে? কেমন করে সময় কাটছে রূপসার? যাবতীয় নেতিবাচক মন্তব্যের সপাট জবাব দিলেন রূপসা। 


সোশ্যাল মিডিয়া জুড়ে নেতিবাচক মন্তব্যের ঝড়। কেন বিয়ের ১ মাসের মধ্য়েই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করলেন তিনি? অল্প হেসে রূপসা বললেন, 'আমরা যাঁরা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের বোধহয় কিছুতেই আর কিছু যায় আসে না। লোকের কাজ বিভিন্ন মন্তব্য করা.. তাঁরা করবেনই। সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে আমাদের আদৌ কি কোনও লাভ রয়েছে? আমার সামনে এখন অনেক বড় দায়িত্ব। একটা এত বড় কাজ কাটল.. আমার বিয়ে। তারপরেই সন্তান আসার খবর। আমার সামনে একটা উজ্জ্বল সফর পড়ে। সেটা নিয়ে ভাবব না এই সব ফালতু কথা নিয়ে ভাবব! লোকে কি বলল এটা আমি কোনোদিনও ভাবিনি। তবে সদ্য বেশ কিছু মন্তব্য পড়ে আমি আর আমার বর (সায়নদীপ সরকার) খুব হাসাহাসি করেছি। ইচ্ছা আছে এই সমস্ত কমেন্টসগুলো পড়ে একটা ভিডিও বানাব। আসলে কে কী বলবেন তার ওপর তো আমরা লাগাম টানতে পারি না। তাঁরাও স্বাধীন। তাঁদের ইচ্ছে তাঁরা বলছেন, আমার ইচ্ছে আমি শুনব না। কে কি করতে পারে তাই নিয়ে?'


এই মুহূর্তে হাতে আর কোনও কাজ নিচ্ছেন না রূপসা। কারণ এখন কাজ নিলে কয়েক মাসের মধ্যেই বিরতি নিতে হবে আমার। তাই আগামী বছর থেকেই ফের কাজে ফিরবেন তিনি। তাহলে বাড়িতে কীভাবে সময় কাটছে রূপসার? কোনও পরিকল্পনা রয়েছে? হেসে অভিনেত্রী বললেন, 'আমি একেবারেই বাড়িতে থাকার মেয়ে নই। তবে গত কয়েকমাস একেবারেই বিশ্রাম নেওয়ার সুযোগ পাইনি। আমার বিয়ে, তারপরে শাশুড়ির হাঁটুর অস্ত্রোপচার.. সব মিলিয়ে খুব চাপ গিয়েছে। এখন বাপের বাড়ি আর শ্বশুরবাড়ি মিলিয়েই থাকছি। কাজ চললে তো বাড়ির মানুষদের সঙ্গে একেবারেই সময় কাটানো যায় না। এখন সেই সুযোগ পাচ্ছি।


আরও পড়ুন: Rupsa Chatterjee: 'সন্তান আসছে', খবর প্রকাশ্যে আনতেই চূড়ান্ত কটাক্ষ রূপসাকে, কাঞ্চন-শ্রীময়ীর সঙ্গে তুলনা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।