কলকাতা: ঐন্দ্রিলা নেই। টলিউড যেন এখনও মেনে নিতে পারছে না এই কঠিন সত্যিটা। কিন্তু ঐন্দ্রিলা শর্মা নেই। শনিবার সমস্ত লড়াই শেষ করে চলে গিয়েছেন ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। আর তার পর থেকেই ফেসবুক ঐন্দ্রিলাময়। অনেকেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রীর সঙ্গে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা। কিন্তু ঐন্দ্রিলার ঘটনা অভিনেত্রী সায়নী ঘোষকে মনে করিয়ে দিল তাঁর নিজের জীবনের এক প্রিয়জনকে হারানোর কথা। এমনই ওঠাপড়া,ভাল মন্দর মধ্যে দিয়ে খুব অল্প বয়সে দাদাকে হারিয়েছেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার কথা লিখতে গিয়ে অভিনেত্রীর যেন দুঃস্বপ্নের মতো দেখতে পেলেন মনখারাপের দিনগুলোকে। 


মাত্র ২২ বছর বয়সে দাদাকে হারিয়েছেন সায়নী। জন্ম থেকেই হৃদরোগের সমস্যা ছিল তাঁর দাদার। বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসা হয়েছিল তাঁর। ৯ দিন কেমোতে থাকার পরে হঠাৎ অবনতি হয় তাঁর দাদার। কিন্তু ম্যাজিকের মতো সেই সংকট কাটিয়ে উঠেছিলেন তিনি। বাড়িও ফিরে এসেছিলেন। কিন্তু সেই সুস্থ হওয়ার আয়ু ছিল মাত্র ৩ দিন। ৩দিন পরেই হঠাৎ অসুস্থ হয়ে প্রয়াত হন তাঁর দাদা।  সেই কথা সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত ভাগ করে নেন সায়নী। দাদা মারা যাওয়া পরে সায়নীর বাবা পূজিত কালী মূর্তি আছড়ে ভেঙে ফেলেছিলেন।                                                                                                                                                                     


আরও পড়ুন: Vicky Kaushal News: কলকাতায় ভিকি কৌশল, শ্যুটিং করবেন কলকাতা আর ব্যারাকপুরে


সেইসঙ্গে লেখেন ঐন্দ্রিলা আর সব্যসাচীর কথাও। সায়নী লিখছেন, 'আপনাদের প্রার্থনা যেন না থামে। প্রার্থনা করুন ওর পরিবার যেন শক্তি পায়। ছেলেটি যেন মানসিকভাবে ঘুরে দাঁড়াতে পারে! আমাদের জন্যেও সবাই করেছিল, অফুরান। তাই আমরাও পেরেছি, ওরাও পারবে!' ঐন্দ্রিলার উদ্দেশে সায়নী লিখেছেন, 'ঐন্দ্রিলা, সুন্দরী.. তুই ভীষণ ভীষণ সাহসী একটা মেয়ে। বিশ্বাস কর, তুই থাকবি, সবটা জুড়ে থাকবি, সারা জীবন থাকবি... যেমন আছে দাদাভাই!'