কলকাতা: আকাশ আট-এ এবার 'সাহিত্যের সেরা সময়'-এ অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা 'প্রথম কদমফুল'। সাহিত্যের সেরা সময়ের এই পর্বের পরিচালনা করছেন, সুদীপ্ত ঘটক। চিত্রনাট্য, মৌমিতা করগুপ্ত। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই গল্প। দর্শকদের সাহিত্যের সেরা সময় নিয়ে আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে। সাহিত্যের বিভিন্ন গল্প এই ধারাবাহিকের মাধ্যমেই উঠে আসে। আর এবার ধারাবাহিকের পর্দায় উঠে এসেছে 'প্রথম কদমফুল'। কাহিনীর মুখ্যভূমিকায় রয়েছেন সৌমী বন্দ্যোপাধ্যায়, সৌভিক বন্দ্যোপাধ্যায়, দেবজিৎ রায়, পূর্বাশা রায়, সৌরভ পাল, জীবেশ ভট্টাচার্য, দিপ্তী রায়, সমজিতা ভট্টাচার্য, সমীর চরিত, অনি সেন, অভিষেক, দেবাশিস মুখোপাধ্যায়, পূজা সরকার, মৌমিতা পাঞ্জা, সন্তু বিশ্বাস, প্রলয় সানা ও অন্যান্যরা।


সময়টা ৭০ এর দশক। ভালোবাসার কথাটা জানান দেওয়া তখনও ততটা সহজ ছিল না। বিশ্ববিদ্যালয়ের ছাত্র- ছাত্রী কাকলী আর সুকান্ত বহু কাঠখড় পেড়িয়ে বিবাহের স্বীকৃতি দিয়ে ফেলে নিজেদের ভালোবাসাকে। এই অবধি সবটা ভালোই ছিল। তারপর......প্রথম প্রেমের মায়াজালে তারা কেউই দেখতে পায়নি যে সাংসারের বাস্তবতা প্রথম প্রেমের মতো ততটা আদুরে নয়। ঘোর কাটে, শুরু হয় আদর্শের সংঘাত। সুকান্তের পিঠে রোজকারের চাপ বাড়তে থাকে। পরিবারের গুঞ্জন বাড়তে থাকে... কাকলি এত পড়াশোনা করে শুধু সংসার  সামলাবে? মেয়েরা তো আজকাল দশভূজা হয়ে ঘর বাহির সব সামলাচ্ছে। কিন্তু কাকলি তো চায়নি দশভূজা হতে। সে সুকান্তের কাছে চেয়েছিল এমন সংসার, যেখানে তার ইচ্ছার দাম থাকবে। কিন্তু মেয়ে তোমার পছন্দের দাম কোথায়! সমাজ চায়, তাই তোমার মত থাক বা না থাক তারা তোমায় যূপকাষ্ঠে তুলে দেবে দশভূজা বানাতে। কাকলি কী পারবে সংসারের এই রূঢ়তার মধ্যেও কদমফুলের মতো তুলতুলে তার প্রথম ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে? সাহিত্যের সেরা সময়ে-এবারের গল্প অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা “প্রথম কদমফুল”।


প্রসঙ্গত, এর আগে আকাশ আট চ্যানেলের 'পুলিশ ফাইলস'-এ সম্প্রচারিত হয়েছিল আরজি কর ঘটনার অনুকরণে তৈরি একটি এপিসোড। অভয়ার জন্মদিন সম্প্রচারিত হয়েছিল এই এপিসোড।  হাসপাতালে ঘণ্টার পর ঘণ্টা ডিউটি করার পরে এক চিকিৎসককে রাতের অন্ধকারে ধর্ষণ ও খুন করা হয়। এই ঘটনায় শুরু হয় তদন্ত। পরতে পরতে উঠে আসে এক এক রকমের সত্য। অবেশেষে অভিযুক্ত সিভিক ভলিন্টিয়ারকে গ্রেফতার করা হয়, তাকে আদালতে নিয়ে যাওয়া যাওয়া হয় ও তার সাজা হয়। মোটের ওপর এই অংশটুকুই তুলে ধরা হয়েছিল এই এপিসোডে।


আরও পড়ুন: Shah Rukh Khan Mannat: সাধের মন্নত ছাড়তে হচ্ছে, লাখ লাখ টাকা দিয়ে ভাড়া থাকতে বাধ্য হচ্ছেন শাহরুখ!