সেফ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ছেলেকে নিয়ে যে পরিমাণ মাতামাতি চলছে, তাতে তিনি ও করিনা উদ্বিগ্ন। এই বয়সেই তারকা করে তোলা হয়েছে তাকে। তাঁদের পরিবারের প্রত্যেকে ব্রিটেনের বোর্ডিং স্কুলে থেকে পড়াশোনা করেছে, তৈমুরকেও সেখানে পাঠিয়ে দেবেন তাঁরা।
তবে ছেলে যদি কেউকেটা হয়ে ওঠে তাতে আপত্তি নেই সেফের। তিনি বলেছেন, তৈমুরকে বুঝতে হবে, তার ওপর সব সময় সংবাদমাধ্যমের নজর রয়েছে। সে অন্যদের থেকে অনেক বেশি সুবিধে পাবে তাও সত্যি। কিন্তু সেই সব সুবিধের সঙ্গে সঙ্গেই আসবে বেশ কিছু দায়িত্ব।