কলকাতা: সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃত শরিফুল ইসলামের আঙুলের ছাপের সঙ্গে নাকি মেলেনি সেফের বাড়ি থেকে পাওয়া ১৯টি আঙুলের ছাপের মধ্যে একটিও! রবিবার এই খবরই ছড়িয়ে পড়ে। সেফের ওপর হামলার ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মহম্মদ শরিফুল ইসলামকে। আর সেই ঘটনায় গ্রেফতার হওলায় শরিফুলের থেকে নেওয়া হয়েছিল তার আঙুলের ছাপ। তবে শোনা গিয়েছিল, সেফের বাড়ি থেকে যে সমস্ত আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, তার মধ্যে একটিও ধৃতের আঙুলের ছাপ নয়! এবার এই ঘটনায় মুখ খুলল মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশ সূত্রে জানানো হচ্ছে, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় ধৃতের ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা হয়ে আসা এখনও বাকি রয়েছে। এখনও অন্তিম রিপোর্ট পাওয়া যায়নি। এর ফলে যা ছড়িয়ে পড়েছে, তা নিতান্তই গুজব। এখনও বিষয়টি পর্যবেক্ষণ করে দেখছে ফরেন্সিক টিম। এর সঙ্গে মহারাষ্ট্র সিআইডি-র কোনও যোগ নেই। বিষয়টি প্রথম থেকে মুম্বই পুলিশের হাতে ছিল, এখনও তাই রয়েছে। ফলে এই ঘটনায় এখন অপেক্ষা অন্তিম রিপোর্ট আসার।
অন্যদিকে, সেফ আলি খানের (Saif Ali Khan)-এর ওপর হামলার ঘটনায় তদন্ত করতে এবার কলকাতা এল মুম্বই পুলিশ। এখনও পর্যন্ত জানা গিয়েছে, শিলিগুড়ি হয়ে ভারতে প্রবেশ করেছিল সেফের হামলাকারী। এই ঘটনায় এখনও পর্যন্ত শরিফুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। আর এবার, শরিফুলকে নিয়ে আরও তথ্য খুঁজে পেতে, হামলার সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে বা আদৌ যুক্ত রয়েছে কি না সেই সম্পর্কে জানতে কলকাতায় এল মুম্বই পুলিশ।
জানা যাচ্ছে, কোথা থেকে সিম কিনেছিল হামলাকারী? কারা সাহায্য় করেছিল? উত্তরের খোঁজে কলকাতায় এল মুম্বই পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হওয়ার শরিফুল ইসলামের সঙ্গে মেলেনি সেফের বাড়িতে পাওয়া ১৯টি আঙুলের চাপের মধ্যে একটিও। পুলিশ সন্দেহ করছে, এই ঘটনায় যুক্ত রয়েছে আরও অন্য কেউ। আর এই তথ্য জানতেই কলকাতা এসেছে মুম্বই পুলিশ। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের কয়েকজন আজ কলকাতা এসে পৌঁছেছেন। আগামী কয়েকদিন তাঁরা কলকাতা ও তার আশেপাশের এলাকায় তদন্ত করে দেখবে।
আরও পড়ুন: Saif Ali Khan: সেফের চিকিৎসায় বিপুল অঙ্কের বিমা রাতারাতি মঞ্জুর করে প্রশ্নের মুখে সংস্থা