কলকাতা: তাঁরা ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল। তাঁদের সমীকরণ এতগুলো বছর পেরিয়ে গেলেও, এখনও থাকে চর্চায়। তাঁরা হলেন করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও সেফ আলি খান (Saif Ali Khan)। তবে হামেশাই নাকি সেফ ভাগ্যকে ধন্যবাদ দেন যে ভাগ্যিস তাঁর বিবাহ করিনা কপূরের সঙ্গে হয়েছিল। বেবোর বড় দিদি করিশ্মা কপূরের সঙ্গে নয়। কিন্তু কেন? হামেশাই একসঙ্গে ফ্রেম শেয়ার করতে দেখা যায় করিনা, করিশ্মা ও সেফকে। কিন্তু বড় শ্যালিকাকে সত্যিই কি অপছন্দ করেন সেফ? তার কারণই বা কি?
আসলে বিষয়টা নিতান্ত মামুলি আর বেশ মজার। করিশ্মা আর সেফের বিস্তর ফারাক এয়ার কন্ডিশনারের টেম্পারেচারের চাহিদা নিয়ে। সেফ পছন্দ করেন বাতানুকূল যন্ত্রের তাপমাত্রা সবসময় করা থাকুক ১৬ ডিগ্রি, অর্থাৎ যেটা সর্বনিম্ন। সেফের নাকি সর্বদাই ভীষণ গরম লাগে। অন্যদিকে করিশ্মা পছন্দ করেন বাতানুকূল যন্ত্রের টেম্পারেচার ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকুক। এই বিস্তর ফারাক সেফের পক্ষে কার্যত অসহ্য। তাই করিশ্মা যখনই করিনাদের বাড়িতে খেতে আসেন, তখন এসির টেম্পারেচার বাড়িয়ে নেন। অন্য়দিকে করিনা, এসির টেম্পারেচার ১৯ ডিগ্রিতে রাখেন। এর ফলে সেফ ও তাঁর কারোরই অসুবিধা হয় না। তবে করিশ্মা এত কম টেম্পারেচারে থাকতে নারাজ। এই কারণেই সেফ বলেন, যদি করিশ্মার সঙ্গে তাঁর বিয়ে হত, তাহলে তিনি বিপদে পড়তেন। মজা করে সেফ এও বলেন, এসির টেম্পারেচারের চাহিদা একরকম না হওয়ার কারণে তিনি বিবাহবিচ্ছেদ পর্যন্ত দেখেছে।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে, নিজের বিবাহিত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে করিনা বলেন, একজন অভিনেতা অভিনেত্রী হিসেবে পেশা আর বৈবাহিক সম্পর্কের মধ্যে সমতা বজায় রেখে চলা সহজ নয়। কাজের সময়ের যেহেতু কোনও ঠিক থাকে না, তাই পরিবারের জন্য সময় বের করা সত্যিই কঠিন হয়ে পড়ে। আর সেই কথা বলতে গিয়ে করিনা উদাহরণ স্বরূপ বলেছেন, কখনও কখনও কাজ সেরে নাকি ভোর সাড়ে চারটেয় বাড়ি ফেরেন সেফ আলি খান। তখন ঘুম থেকে উঠে পড়েন করিনা কারণ তাঁকে কাজে বেরতে হবে। পরেরদিনও একই রুটিন সেফের, অন্যদিকে করিনাকে যেতে হবে ব্যাঙ্কক। তাই বেরিয়ে পড়তে হবে ফ্লাইটের সময় অনুযায়ী। এই রুটিনের মধ্যে দুই খুদের জন্য, এমনকি নিজেদের জন্যও সময় বের করা সহজ নয়। আর সেই কারণেই ক্যালেন্ডার নিয়ে বসে তাঁরা পরিকল্পনা করেন কিভাবে সময় বের করা যায় নিজেদের জন্য।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।