নয়াদিল্লি: মহাশিবরাত্রির পবিত্র তিথিতে (auspicious festival of Mahashivratri) ঘোষিত হল 'আদিপুরুষ' (Adipurush) ছবির মুক্তির তারিখ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নতুন তারিখ ঘোষণা করলেন (new release date) ছবির কলাকুশলীরা।


একাধিক ভাষায় তৈরি হয়েছে এই ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি ছবি। এই ছবির মূল বক্তব্য, 'মন্দের ওপর পুণ্যের জয়'। ছবিটি 'রামায়ণ' (Ramayana) মহাকাব্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। রামচন্দ্রে চরিত্রে অভিনয় করেছেন প্রভাস (Prabhas) এবং সেফ আলি খান (Saif Ali Khan) ছবিতে লঙ্কেশের চরিত্রে থাকবেন। কৃতী শ্যাননকে (Kriti Sanon) সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।


ছবিটি প্রথমে ২০২২ সালের ১১ অগাস্ট মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু পরবর্তীকালে সেই তারিখ পিছিয়ে দেওয়া হয়। এই প্রথমবার 'আদিপুরুষ'-এর নির্মাতারা ঘোষণা করেছেন বহুল প্রত্যাশিত ছবিটির মুক্তির তারিখ। এছাড়া ছবিটি হিন্দি, তামিল বা তেলুগু ভাষায় মুক্তি পাবে বলেও নিশ্চিত করা হয়েছে।


মঙ্গলবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে তেলুগু অভিনেতা প্রভাস ছবির পোস্টারের সঙ্গে মুক্তির নতুন তারিখ পোস্ট করেন। ছবিটি মুক্তির নতুন তারিখ ১২ জানুয়ারি, ২০২৩। 


 






বাহুবলী লঞ্চ হওয়ার পর থেকেই প্রভাস সারা দেশে বিশাল অনুরাগী তৈরি করেছেন। প্রভাসের ছবির মুক্তির তারিখ প্রকাশের সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে উত্তেজনা স্পষ্ট।


আরও পড়ুন: Gangubai Kathiawadi Success: 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র সাফল্যে সামিল আমূল, ভাইরাল পোস্ট