সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে সইফ-কন্যা সারার
(ফটো- মানব মঙ্গলানি)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App(ফটো- মানব মঙ্গলানি)
(ফটো- মানব মঙ্গলানি)
(ফটো- মানব মঙ্গলানি)
দেখুন অভিষেকের সঙ্গে সারা-সুশান্তর বৈঠকের কিছু ছবি (ফটো- মানব মঙ্গলানি)
সুশান্তের আগামী সিনেমা ‘রাবতা’ ৯ জুন মুক্তি পাবে। সিনেমায় কৃতি শ্যাননের সঙ্গে দেখা যাবে তাঁকে।(ফটো- মানব মঙ্গলানি)
বিগত কয়েকদিনে সারার জিমের কিছু সামনে এসেছিল, যা দেখে মনে হচ্ছিল, অভিষেক সিনেমার জন্য সারা প্রচুর পরিশ্রম করছেন। (ফটো- মানব মঙ্গলানি)
বেশ কিছুদিন ধরেই সারার অভিষেক নিয়ে জল্পনা চলছিল। শেষপর্যন্ত সেই খবরে শিলমোহর পড়ল।(ফটো- মানব মঙ্গলানি)
জানা গেছে, সুশান্ত ও সারা অভিনীত সিনেমার নাম ‘কেদারনাথ’।(ফটো- মানব মঙ্গলানি)
উল্লেখ্য, অভিষেক এর আগে ফিতুর সিনেমার পরিচালনা করেছিলেন। ক্যাটরিনা কাইফ অভিনীত ওই সিনেমা বক্সঅফিসে সাড়া ফেলতে পারেনি। (ফটো- মানব মঙ্গলানি)
বৈঠকের পর অভিষেক স্বয়ং সারা ও সুশান্তর সঙ্গে বাইরে আসেন ও ক্যামেরার সামনে পোজ দেন। (ফটো- মানব মঙ্গলানি)
এই বৈঠকে ছিলেন সারার মা অমৃতা সিংহও। (ফটো- মানব মঙ্গলানি)
রবিবার রাতে এই সিনেমা নিয়ে পরিচালক অভিষেক কপূরের সঙ্গে দেখা করলেন সুশান্ত ও সারা। (ফটো- মানব মঙ্গলানি)
অবশেষে জল্পনার অবসান। বলিউড অভিনেতা সইফ আলি খানের মেয়ে সারা আলি খানকে খুব শীঘ্রই দেখা যাবে রূপোলি পর্দায়। জানা গেছে, সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক ঘটছে সারার। (ফটো- মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -