কলকাতা: কোনও ছবি মুক্তির আগে একেবারেই বোঝা যায় না, ছবিটি কেমন চলবে। অনেক সময়ে অনেক বড় বড় তারকার ছবিও বক্সঅফিসে ভাল ফল করতে পারে না। আবার একেবারে নতুন অভিনেতা অভিনেত্রীদের ছবিও অনেক সময় বক্সঅফিসে খুব ভাল ফল করে। ঠিক যেমনটা হয়েছে সদ্য মুক্তি পাওয়া 'সাঁইয়ারা' (Saiyaara) ছবির ক্ষেত্রে। অহন পাণ্ডে (Ahaan Panday) ও অনীত পাড্ডা (Aneet Padda) অভিনীত ইতিমধ্যেই চর্চার কেন্দ্রবিন্দুতে। একাধিক ছবির রেকর্ড ভেঙে দিয়েছে এই ছবি। এই সিনেমার নায়ক নায়িকা দুজনেই নতুন। তবে এই ছবি ভেঙে দিয়েছে একাধিক সিনেমার রেকর্ডকে। আর এবার 'ছাবা'-র রেকর্ডকে প্রায় ছুঁয়ে ফেলতে চলেছে এই সিনেমা।
অনেকে ভাবতেই পারেননি যে, এই সিনেমা বক্সঅফিসে এতটা সাফল্য পাবে। শুধু তাই নয়, অহন ও অনীতের অভিনয় যথেষ্ট পছন্দ হয়েছে দর্শকদের। আলিয়া ভট্ট থেকে শুরু করে বিভিন্ন অভিনেতা অভিনেত্রী, পরিচালক.. প্রত্যেকেই প্রশংসা করেছেন। আর রবিবার এই সিনেমাটি ছুঁয়ে ফেলেছে ১০০ কোটির লক্ষ্যমাত্রা। রবিবার পর্যন্ত 'সাঁইয়ারা' মোট আয় করেছে ১০১ কোটি। মনে করা হচ্ছে, গোটা বিশ্বজুড়ে এই সিনেমার আয় ১০৫ থেকে ১০৮ কোটি পর্যন্ত হতে পারে।
'সাঁইয়ারা'-র ব্যবসা
সিট অক্যুপেন্সি-র কথা যদি বলা হয়, রবিবার 'সাঁইয়ারা' -র গড় দর্শকাসন ছিল ৬৮.৪৬%। সকালের শো-তে দর্শকাসন ছিল ৩৮.৭০%। দুপুরের শো-তে দর্শকাসন ছিল ৭৮.৫৩%। সন্ধ্যার শো-তে দর্শকাসন ছিল ৮৮.১৫%। 'সাঁইয়ারা' দেখার এই ঢল দেখে মনে হচ্ছে, প্রথম সপ্তাহ বিশ্বজুড়ে ১৩০-১৪৫ কোটি টাকার মধ্যে থাকতে পারে।
দ্বিতীয় দ্রুততম ১০০ কোটির ব্যবসা করা সিনেমা হল 'সাঁইয়ারা'
'সাঁইয়ারা' ২০২৫ সালের দ্বিতীয় সিনেমা, যা প্রথম তিন দিনে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পার করেছে। এর আগে, ভিকি কৌশল (Vicky Kaushal) অভিনীত 'ছাবা' ৩ দিনে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পার করেছিল। আর এর পরে 'সাঁইয়ারা' ছবিটি ৩ দিনে ১০০ কোটির লক্ষ্যমাত্রা পার করল। দর্শকদেরও প্রচুর ভালবাসা পেয়েছে এই সিনেমা। অনেকেই প্রত্যাশা করছেন, এই ছবি ১৫০ কোটির রেকর্ড ও পেরিয়ে যাবে।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের মুখে মুখে ঘুরছে এই সিনেমার কথা। তবে অনেকে বলছেন, এই ছবির চিত্রনাট্যের সঙ্গে হুবহু মিলে যায়, একটি কোরিয়ান ছবি। 'A Moment To Remember' বলে একটি কোরিয়ান সিনেমা রয়েছে। সেই সিনেমার গল্পটিও একেবারে এই সিনেমার চিত্রনাট্যের মতোই। অনেকেই এই ২টো ছবির তুলনা টেনেছেন। তবে এই বিষয়ে নির্মাতারা এখনও কিছু জানাননি।