মুম্বই:  ৫১তম জন্মদিন পালন করতে এবার গোরাই সমুদ্র সৈকতে ১০০ একর জমিতে বিচ হাউস বানাচ্ছেন সলমন খান। ২০০৮ সালে গোরাই বিচে জমিটি কিনে ছিলেন সলমন। আপাতত সেখানে পাঁচটি ঘর নিয়ে একটি বিলাসবহুল বাংলো বানানোর কাজ চলছে। সমুদ্রের মুখোমুখি এই বাংলোটিকে সলমন তাঁর বার্ষিক ছুটি কাটানোর গন্তব্যস্থল হিসেবে বানাতে চাইছেন।

বাংলোর সামনে রয়েছে খেজুর গাছের সারি এবং ঢোকার মুখে বড় লোহার গেট।সাধারণ মানুষের দৃষ্টি এড়াতেই এই চেষ্টা সলমনের। বাংলোর ভিতরে রয়েছে সুন্দর দোতলা ফার্মহাউস, একটি জিমখানা, সুইমিং পুল এবং একটি থিয়েটার। বাংলোর পিছনে রয়েছে বাইক রাখার জায়গা। সেখানে তারকা অভিনেতার যতগুলো মোটরবাইক রয়েছে, সবই রাখা থাকবে। তবে এই বিলাসবহুল বাংলো ছাড়াও সলমন তাঁর পরিবার ও বন্ধুদের জন্যেও আরও দুটি বাংলো বানাচ্ছেন ওই জমিতেই।

প্রসঙ্গত, সলমন এধরনের ফার্মহাউস সারা উত্তর-পূর্ব মহারাষ্ট্রের বিভিন্ন জায়গাতেই বানাতে চান। জমি-বাড়িতে নিজের আয়ের একটা বিশাল অংশ খরচ করছেন সাল্লু মিঞা। ইদানিং তিনি মাঝেমধ্যেই স্টিমারে চেপে মুম্বইয়ের মাড আইল্যান্ড থেকে গোরাই- মানোরি সমুদ্র সৈকতে যান। তবে সলমনের এই জায়গায় বাংলো বানানোর ইচ্ছে থেকে অন্য বলিউড তারকারাও সালসেটে এবং ভেট এলাকার বিভিন্ন দ্বীপে বাংলো বানাতে আগ্রহী হচ্ছেন বলে জানা গিয়েছে।

গতবছর নিজের পঞ্চাশতম জন্মদিন সলমন পালন করেছিলেন পানভেলে তাঁর ১৫০ একরের জমিতে। তবে এই বছর তাঁর রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভান্তুরের সঙ্গে হামেশাই দেখা যাচ্ছে সলমনকে। শোনা যাচ্ছে দুজনে এই ডিসেম্বরে বিয়েও করতে চলেছেন। তবে এই ফার্মহাউসে বিয়ে নয়, প্রথমে জন্মদিনই পালন করবেন সলমন।