অস্ট্রিয়ার বরফে জমা লেকে যখন সলমন আঁকলেন ক্যাটরিনার ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Dec 2017 09:50 AM (IST)
মুম্বই: টাইগার জিন্দা হ্যায় ছবির একটি গানের দৃশ্যে অস্ট্রিয়ার জমে যাওয়া লেকের বরফের ওপর সলমন খান আঁকলেন ক্যাটরিনা কাইফের ছবি। ছবির পরিচালক আলি আব্বাস জাফর বলেছেন, পরিণত এই লাভ স্টোরির সৌন্দর্য ধরা পড়েছে প্রেমের গানটিতে। পুরনো একটি স্কুলে পরিণত দুজন মানুষের মধ্যে প্রেমের পরিস্ফুটন বোঝাতে ব্যবহার করা হয়েছে পুরনো সব জিনিস। ঠিক যশ চোপড়ার ছবির ক্লাসিক গানের মত। তবে এই গানের মূল আকর্ষণ অবশ্যই বরফে জমা লেকে ক্যাটরিনার ছবি। পুরো লেকটি হয়ে ওঠে সলমনের ক্যানভাস। বরফে সব রং ধরে না, তাই ব্যবহার করা হয়েছিল প্রাকৃতিক রং। তা দিয়ে সলমন আঁকেন ২০ ফুট বাই ২০ ফুটের এই ছবিটি। [embed]https://www.instagram.com/p/BcJUP2OhxnO/[/embed] ২০১৪-য় আইসিসের হাতে বন্দি হওয়া ভারতীয় নার্সদের উদ্ধারের গল্প নিয়ে তৈরি হচ্ছে টাইগার জিন্দা হ্যায়। ২২ তারিখ মুক্তি পাবে ছবিটি।