কলকাতা: সামনেই মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। এই ছবি নিয়ে দর্শকদের উত্তেজনাও রয়েছে তুঙ্গে। আর এই ছবির নায়ক যিনি, তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের যথেষ্ট আগ্রহ রয়েছে। তিনি সলমন খান (Salman Khan)। সদ্য একটি সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন তাঁর ব্যক্তিজীবনের কথা, ভাবনা।
এই সাক্ষাৎকারে সলমনের কাছে প্রশ্ন আসে, তিনি কেন বিয়ে করছেন না? সলমন জবাব দেন, 'আমি চিরকালই বিয়ে করতে চেয়েছি। জীবনে বহুবার প্রেম ভেঙেছে। প্রথম প্রথম ভাবতাম, যাঁরা আমায় ছেড়ে চলে গিয়েছেন, দোষ বোধহয় তাঁদেরই। প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রেম যখন ভাঙল, মনে হয়েছিল দোষ আমার উল্টোদিকে মানুষটারই। কিন্তু চতুর্থ প্রেম ভাঙায় একটা খটকা লাগে। আদৌ কি তাদের দোষ নাকি আমারই দোষ? পঞ্চমবার প্রেম ভাঙায় সেই খটকাটা আরও জোরালো হয়। যখন ষষ্ঠ প্রেমটাও ভেঙে যায়, তখন সে বুঝিয়ে দিয়ে যায়, দোষ অন্য কারও নয়, আমারই। সবাই এখন নিজের নিজের জায়গায়, নিজের সম্পর্ক নিয়ে খুশি রয়েছে। আমারই হয়তো একটা ভয় কাজ করে যে তাঁরা যে জীবনটার স্বপ্ন দেখেছিলেন আমার সঙ্গে, সেটা আমি দিতে পারতাম না।'
প্রসঙ্গত, সলমন খানের সঙ্গে একসময় সম্পর্ক ছিল ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwariya Rai Bacchan)। সেই প্রেম ভেঙে যাওয়ার পরে ক্যাটরিনা কইফের (Katrina Kaif) সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিল সলমনের। ঐশ্বর্য্যের আগে সঙ্গীতা বিজলানি ও সোমি আলির সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন সলমন। ক্যাটরিনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক ভেঙে যাওয়ার পরে সলমনের সঙ্গে দীর্ঘদিন কোনও নায়িকার নাম জড়ায়নি। এরপরে, ইউলিয়া ভান্তুরের সঙ্গে সলমনের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গিয়েছিল তাঁদের। কিন্তু সেই প্রেমও ভেঙে যায়।
সলমন খানকে সেই সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, সন্তান নিয়ে কী পরিকল্পনা রয়েছে তাঁর? টেনে আনা হয় কর্ণ জোহরের প্রসঙ্গও। কর্ণ জোহর (Karan Johar) বিয়ে না করেও সন্তান দত্তক নিয়েছেন। সলমন বলেন, 'আমি শিশুদের ভীষণ ভালবাসি। চেষ্টাও করেছিলাম সন্তান দত্তক নেওয়ার কিন্তু আইন বদলে গিয়েছে। আমার বাড়িতে অনেকে আছেন যাঁরা সেই সন্তানদের খেয়াল রাখতে পারতেন। কিন্তু বিয়ে করলে আমার একজন স্ত্রী থাকবেন, তারপরে সন্তান। এটা ভাবলেই এখন অস্বস্তি হয়। তবে হ্যাঁ... আমার এখনও সময় রয়েছে। আমি চাই, যাঁর সঙ্গেই বিবাহের সম্পর্কে জড়াব, তিনিই প্রথম ও তিনিই শেষ হবেন। তাই আমি অপেক্ষা করছি। যখন ঈশ্বর চাইবেন, বিয়ে হবে, সন্তানও।'