কলকাতা: বন্ধুর বিয়ে মানেই তো দেদার মজা। সাধারণ মানুষের ক্ষেত্রে বিষয়টা যেমন, সিনেমার তারকাদের ক্ষেত্রেও কিন্তু ছবিটা একেবারেই আলাদা নয়। বলিউডের বিভিন্ন তারকাকেই দেখা যায়, বন্ধুদের বিয়েতে চুটিয়ে আনন্দ করতে। কিন্তু সেই সুযোগ পেলেন না সলমন খান (Salman Khan)। সদ্যই এক বন্ধুর বিয়ে হয়েছে তাঁর। সেখানে হাজির ছিলেন তিনি। বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছবি ও তোলেন তিনি। তবে মন খুলে আনন্দ করা হল না সলমন খানের। সেখানে তাঁকে ঘিরে রইল ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। আপাতত ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তায় রয়েছেন সলমন খান। আর সেই কারণেই সমস্ত বিধিনিষেধ মেনে খুব বেশিক্ষণ বন্ধুর বিয়েতে থাকা হল না তাঁর। চুটিয়ে আনন্দ ও করা হল না। তবে ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে সলমন তাঁর বন্ধু ও পরিবারের লোকেদের সঙ্গে কথা বলছেন।

নিরাপত্তা বলয়ে সলমন

লরেন্স বিষ্ণোই গ্যাং থেকে ক্রমাগত হুমকি পাওয়ার পরে ও সলমনের বাড়ির ওপর হামলা হওয়ার পরে সলমনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই অনুষ্ঠানে সলমন খান স্যুট-বুট পরে উপস্থিত ছিলেন। তিনি নীল শার্ট, ধূসর জ্যাকেট এবং একই রঙের প্যান্ট পরেছিলেন। অভিনেতাকে বশে আকর্ষণীয় দেখাচ্ছিল। এই বিয়েতে সলমন খানের ভাই সোহেল খান এবং সোহেলের ছেলে নির্বাণও উপস্থিত ছিলেন। সোহেল কালো টি-শার্ট এবং ডেনিম পরেছিলেন। অন্যদিকে নির্বাণ কালো টি-শার্ট এবং মেরুন জ্যাকেট এবং ডেনিম পরেছিলেন।

 

 

সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ঢোকার বিশেষ নিয়মবিধি

এবার থেকে সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আর কোনও বাইরের মানুষ পরিচয়পত্র ছাড়া ঢুকতে পারবেন না বলেই পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। বাসিন্দা ছাড়া, যে ব্যক্তিই গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে আসবেন, তাঁকেই প্রথমে পরিচয়পত্র দেখাতে হবে। এরপরে তিনি কার বাড়িতে যাবেন সেটা জানতে চাওয়া হবে। সেটা জেনে নিয়ে, ওই ফ্ল্যাটের বাসিন্দার বাড়িতে ফোন করে জানতে চাওয়া হবে সত্যিই ওই ব্যক্তি কাউকে দেখা করার জন্য ডেকেছেন কি না। যদি সেই বাসিন্দা রাজি হন তাঁকে ওপরে পাঠানোর জন্য, তবেই সেই অপরিচিত ব্যক্তি ওপরে যেতে পারবেন। প্রসঙ্গত, এর আগেও ফোন করে বাসিন্দার থেকে আগত ব্যক্তির পরিচয়পত্র জানা-র নিয়ম বহাল ছিল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে। তার পরেও কীভাবে ওই ব্যক্তি ও ওই মহিলা সমস্ত কিছু এড়িয়ে সলমনের বাড়ির দরজা অবধি পৌঁছে গেলেন, সেই বিষয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে।