কলকাতা: সদ্য মুক্তি পেয়েছে তাঁর ছবি 'সিকন্দর' (Sikandar)। বক্সঅফিসে সবে ব্যবসার দৌড় শুরু করেছে এই সিনেমা। তবে নিরাপত্তার কারণে এই ছবির বেশি প্রচার করতে পারেননি তিনি। সাক্ষাৎকারও দিয়েছেন সীমিত। আর আজ ঈদ। বিশেষ এই দিনটা সলমন খান যে অনুরাগীদের সঙ্গে দেখা করেন, এ তো প্রত্যেকবারের রীতি। সেই রীতি মেনেই এবারেও অনুরাগীদের সামনে এলেন সলমন খান। পাজামা পাঞ্জাবিই 'ভাইজান'-এর ঈদের পোশাক। তবে তাঁকে ঘিরে রইল নিরাপত্তা বলয়।
প্রত্যেক বছরই সলমন তাঁর বাড়ির ব্যালকনিতে এসে দেখা করেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের দিকে হাত নাড়েন। আর সলমনের বাড়ির বাইরে এদিন তাঁকে দেখতে ভিড় জমে হাজার হাজার অনুরাগীর। তবে এবারের ছবিটা একটু আলাদা। সলমন অনুরাগীদের সঙ্গে দেখা করলেন বটে, তবে বুলেটপ্রুফ কাচের ওপার থেকে। সরাসরি অনুরাগীদের সামনে এলেন না তিনি। এর আগে একাধিকবার খুনের হুমকি পেয়েছেন সলমন। তাঁর বাড়ি লক্ষ্য করে শ্যুটআউট পর্যন্ত হয়েছে। তাই এবার একেবারে বুলেটপ্রুফ কাচের আড়াল থেকে অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানালেন সলমন। এদিন সলমনের সঙ্গে এসেছিল তার ভাগ্নীও। মামার হাত ধরে সলমন অনুরাগীদের শুভেচ্ছা জানায় সেও।
সদ্য সলমনের নতুন ছবি 'সিকন্দর' মুক্তি পেয়েছে। এই ছবি বিতর্কের হাত থেকে রক্ষা পায়নি। সলমন কেন তাঁর থেকে অনেক ছোট অভিনেত্রীর সঙ্গে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন, তা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছিল। তবে সেই সমস্ত বিতর্ক সলমন সামলেছেন নিজের মতো করেই। যথাযথ উত্তরও দিয়েছেন। এই ছবির প্রচার আগেই কাটছাঁট করেছিলেন সলমন। ফলে তিনি খুব কম সাক্ষাৎকারই দিয়েছেন। আর সদ্য ANI -কে দেওয়া সাক্ষাৎকারে সলমন হাত জোড় করে বলেন, 'আমার কোনও বিতর্ক চাই না। আমি অনেক রকম বিতর্কের মধ্যে দিয়ে গিয়েছি। আমার আর বিতর্ক চাই না। আমার মনে হয় না বিতর্ক দিয়ে কোনও ছবি সাফল্য পায়।' সলমন আরও বলেন, 'আমি এও দেখেছি, বিতর্কের কারণে শুক্রবার ছবির মুক্তির পাওয়ার কথা, সেটা গিয়ে পরের মঙ্গলবার মুক্তি পেয়েছে। আমরা সেটা চাই না। প্রথম ৩-৪ দিন পেরিয়ে যেতে দিন। ছবিটা মুক্তি পাক। এমনকি ছবি মুক্তির পরেও আমি কোনও বিতর্ক চাই না।'
বক্স অফিসে প্রথমদিন আশানুরূপ ব্যবসা করেনি এই ছবি। তবে আগামী কয়েকটা দিন এই ছবি কেমন ব্যবসা করে এখন সেটাই দেখার।