মুম্বই: সলমন খান (Salman Khan) মানেই তিনি সংবাদের শিরোনামে। ২৭ ডিসেম্বর জন্মদিনের আগে সদ্যই সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন 'ভাইজান'। এরপর বুধবারই দেখা গেল মুম্বইয়ের জনবহুল রাস্তায় অটো চালাচ্ছেন সল্লুভাই। 


সলমন আগেই জানিয়েছিলেন তিনি নতুন বছর আসা পর্যন্ত পানভেল-এ তাঁর ফার্ম হাউসেই থাকবেন। আর এরপর আচমকা বুধবার পানভেলের রাস্তায় দেখা গেল সলমন অটো চালিয়ে সময় কাটাচ্ছেন। সেই দৃশ্য দেখে হতচকিত হয়ে যাচ্ছে পথচারীদের অনেকেই। দাঁড়িয়ে ফোটো তোলেন অনেকেই। এর আগেও বহু সময়ে অটো চালিয়ে বা অটো সওয়ার হয়েছেন ভাইজান।



ভিডিওতে দেখা যায়, হাফ প‍্যান্ট, টিশার্ট ও মাথায় টুপি পরে অটোর চালকের আসনে বসে রয়েছেন সলমন। দিব‍্যি দক্ষ হাতে অটো চালালেন তিনি। পাপারাৎজির দৌলতে সলমনের অটো চালানোর ভিডিওটি এখন ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। 


২৭ ডিসেম্বর বলিউড তারকা সলমন খানের (Salman Khan) ৫৬তম জন্মদিন ছিল। পানভেল ফার্মহাউসে পরিবার ও টিনসেল টাউনের ঘনিষ্ট বন্ধুদের সঙ্গে পালন করেন বিশেষ দিনটি। সলমন একটি মিষ্টি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় আদরের বোনঝি আয়াত শর্মার (Ayat Sharma) সঙ্গে নাচে মেতেছেন অভিনেতা। আনন্দের সঙ্গে মামাকে সঙ্গত দিচ্ছে একরত্তিও। আয়াত সলমনের বোন অর্পিতা খান ও অভিনেতা আয়ুষ শর্মার মেয়ে।


ভিডিওয় দেখা যায়, আয়াতকে কোলে করে নাচ করছেন সলমন। নাচের তালে হাসছে খুদে আয়াতও। ক্যাসুয়াল পোশাকে ক্যামেরাবন্দি অভিনেতা। অন্যদিকে মামার কোলে সুন্দর একটা গোলাপী-সাদা ফ্রক পরে দেখা গেল আয়াতকে। মুখে একগাল হাসি। 


এর আগে বড়দিন উদযাপন করতে পানভেলের খামার বাড়িতে গিয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। সব কিছু চলছিল ঠিকঠাকই। কিন্তু আচমকাই বিপদ ঘটল তাঁর সঙ্গে। সাপে কামড়াল অভিনেতাকে। তারপর হাসপাতালে ভর্তি এবং কয়েক ঘণ্টার চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান ভাইজান।