মুম্বই: গতকাল অর্থাৎ ২৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি 'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'। এতদিন পর বড়পর্দায় ভাইজানকে দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। এতদিন তাঁর পোস্টারে বা ব্যানারে মালা লাগিয়ে, বাজনা বাজিয়ে উৎসব হত। কিন্তু এবারে একদল অনুরাগীদের উচ্ছ্বাস ছাপিয়ে গেল সাধারণের গণ্ডি। প্রেক্ষাগৃহের মধ্যেই রীতিমতো বাজি ফাটিয়ে উদযাপন চলল। রুপোলি পর্দায় দুই বছর পর পছন্দের তারকা ফিরতেই অন্ধকার হলে চলল মহোৎসব, দুমদাম ফাটতে থাকল বিভিন্ন শব্দবাজি।
পর্দায় সলমন খান, উচ্ছ্বাসে বাজি ফাটাচ্ছেন অনুরাগীরা (Fans Burst Firecrackers Inside Theatre During Antim's Screening)
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও শেয়ার করেন স্বয়ং সলমন খান। তাতেই দেখা যাচ্ছে পর্দায় সলমন খানকে দেখেই উচ্ছ্বসিত দর্শক আচমকাই বাজি ফাটাতে শুরু করেছেন। একেবারে সিনেমা হলের মধ্য়েই। ট্যুইটার ও ইনস্টাগ্রামে এই ভিডিও পোস্ট করে একটি নোট লিখেছেন অভিনেতা। অনুরাগীদের উদ্দেশে আর্জি জানিয়েছেন যেন তাঁরা এমন কাজ বন্ধ করেন। এমন কাণ্ডে গুরুতর দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে পারে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি।
এমনকী তিনি হল মালিকদের কাছেও অনুরোধ করেছেন যেন সকল দর্শককে ভাল করে চেক করে তারপর ভিতরে ঢুকতে দেওয়া হয়।
অনুরাগীদের কাছে সলমন খানের অনুরোধ (Salman Khan Requests Fans To Avoid Burning Firecrackers In Theatres)
'বজরঙ্গি ভাইজান' অভিনেতা একটি অনুরোধ বার্তা লিখে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি মনে করিয়ে দিয়েছেন এমন কাণ্ডে মানুষের প্রাণ পর্যন্ত যেতে পারে।
তিনি লেখেন, 'আমার সমস্ত অনুরাগীদের অডিটোরিয়ামের ভিতরে আতসবাজি নিয়ে না ঢোকার অনুরোধ করছি। কারণ এতে আগুন লেগে সাংঘাতিক বিপদ হতে পারে। যার ফলে আপনার এবং অন্যদের জীবনও বিপন্ন হতে পারে। থিয়েটার মালিকদের কাছে আমার অনুরোধ সিনেমা হলের ভিতরে বাজি ফাটাতে দেবেন না। প্রবেশের মুখেই নিরাপত্তারক্ষীদের তাদের আটকানো উচিত। ছবিটা উপভোগ করুন কিন্তু দয়া করে এগুলো করবেন না।'
এমন কাণ্ডের ভর্ৎসনা করায় তাঁর পোস্টে ধন্যবাদ জানিয়েছেন অন্যান্য অনুরাগীরা। তবে এই প্রথমবার নয়। এর আগেও ২০১৭ সালে মহারাষ্ট্রের মালেগাঁওয়ের এক সিনেমা হলে 'টিউবলাইট' সিনেমা চলাকালীনও একই ঘটনা ঘটে। সলমনের এন্ট্রি সিনের সঙ্গেই হলে বাজি ফাটতে শুরু করে।
'অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি পরিচালনা করেছেন মহেশ মঞ্জরেকর। ছবিতে সলমনের সঙ্গে তাঁর ভগ্নিপতী আয়ুষ শর্মাও অভিনয় করেছেন।