মুম্বই: শীঘ্রই বেশ কয়েকটি ছবিতে দেখা যাবে বলিউডের ভাইজান সলমন খানকে (Salman Khan)। কোনও ছবিতে তিনি জুটি বেঁধেছেন ক্যাটরিনা কাইফের সঙ্গে। কোনও ছবিতে আবার তাঁকে রোম্যান্স করতে দেখা যাবে পূজা হেগড়ের সঙ্গে। 'মহেঞ্জোদারো' অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে প্রথমবার জুটি বাঁধছেন সলমন খান। তাঁদের একসঙ্গে দেখা যাবে 'ভাইজান' (Bhaijaan) ছবিতে। প্রসঙ্গত, 'ভাইজান' ছবিরই প্রথমে নাম ঠিক হয় 'কভি ইদ কভি দিওয়ালি' (Kabhi Eid Kabhi Diwali)। পরবর্তীকালে তা বদলে যায়। এই ছবির শ্যুটিংয়ের জন্যই বর্তমানে লাদাখে রয়েছেন অভিনেতা। সেখান থেকেই নয়া লুকের ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।
'ভাইজান' ছবিতে সলমন খানের নয়া লুক-
এদিন সলমন খানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, লাদাখের প্রাকৃতিক সৌন্দর্য দু চোখ ভরে দেখছেন ভাইজান। পাশে রয়েছে বাইক। ধূষর রঙের পোশাকের সঙ্গে নজর কাড়ছে সলমন খানের লম্বা চুল। বলিউড সুপারস্টারের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। মুহূর্তে নেট নাগরিক থেকে তাঁক অনুরাগীরা কমেন্টে ভরিয়েছেন। জানা গিয়েছে, 'ভাইজান' ছবির জন্য বর্তমানে লাদাখে রয়েছে ছবির গোটা টিম। অভিনেত্রী পূজা হেগড়েও রয়েছেন সেখানে।
লম্বা চুলের সলমন-
ছবির প্রয়োজনে এর আগেও চুল বড় করেছেন সলমন খান। তাঁকে প্রথমবার বড় চুলে দেখা যায় ২০০৩ সালে। 'তেরে নাম' ছবিতে ভাইজানের সেই লুক এতটাই জনপ্রিয়তা পায় যে, সেই সময় তাঁর বহু অনুরাগী তাঁর মতো চুল কাটিয়েছিলেন। পরবর্তীকালেও ভাইজানের অনুরাগীরা তাঁকে নানা সময়ে বড় চুলের লুক ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছিলেন। আশা করা যাচ্ছে, অনুরাগীদের সেই অনুরোধেই আগামী ছবিতে নয়া লুকে ধরা দেবেন সলমন খান।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: ভিকি-ক্যাটরিনার বিয়ের ঠিক আগের মুহূর্তে এ কী করেন কর্ণ-আলিয়া!
প্রসঙ্গত, 'কভি ইদ কভি দিওয়ালি' নাম বদলে সলমন খানের ছবির নাম রাখা হয় 'ভাইজান'। এই ছবিতে ভাইজানের বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জ্যাস্সি গিল, পলক তিওয়ারি, অভিমন্যু দাসানি, শেহনাজ গিল, মিজান জাফরি, ভেঙ্কটেশকে। শোনা গিয়েছিল, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন, সলমন খানের ভগ্নিপতী আয়ুষ শর্মা। কিন্তু তিনি কোনও কারণে এই ছবিতে নেই। এখনও পর্যন্ত এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়নি। তবে, শোনা যাচ্ছে, চলতি বছরের শেষের দিকে মুক্তি পেতে পারে। 'ভাইজান' ছবিটি ছাড়াও শীঘ্রই সলমন খানকে দেখা যাবে 'টাইগার থ্রি' ছবিতে। এই ছবি মুক্তি পাবে আগামী বছর ইদে।