পটনা: বিহারে ফের সরকারে রাষ্ট্রীয় জনতা দল (RJD)। নীতীশ কুমারের (Nitish Kumar) পাশে ফের ডেপুটি মুখ্যমন্ত্রীর পদে আসীন হয়েছেন লালুপ্রসাদ যাদবের ছেলে তেজস্বী যাদব (Tejashwi Yadav)। আর ক্ষমতা হাতে পেয়েই নিজের দলের মন্ত্রীদের জন্য কিছু শর্ত বেঁধে দিলেন তিনি। সমর্থক, শুভাকাঙ্খী থেকে সমাজকর্মী, বয়সে ছোট হলেও, কাউকে পা ছুঁতে দেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। এর পাশাপাশি নতুন করে কোনও মন্ত্রী সরকরি কাজে ব্যবহারের জন্য গাড়ি কিনতে পারবেন না বলেও জানিয়ে দিয়েছেন তেজস্বী (Bihar Government)।


দলের মন্ত্রীদের জন্য কড়া নির্দেশ তেজস্বী যাদবের


সরকারি কাজে নীতি-নিষ্ঠা এবং স্বচ্ছতা বজায় রাখার উপর জোর দিয়েছেন তেজস্বী। তাই নিজের দলের মন্ত্রীদের জন্য একাধিক নিয়ম বেঁধে দিয়েছেন, যেমন—



  • রাষ্ট্রীয় জনতা দলের কোনও মন্ত্রী নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত বিভাগের জন্য নতুন গাড়ি কিনবেন না।

  • সমাজকর্মী, সমর্থক, শুভাকাঙ্খী, বয়স যাই হক না কেন, কাউকে পা ছুঁতে দিতে যাওয়া যাবে না। তার বদলে শুভেচ্ছা বিনিময়ের ক্ষেত্রে সেলাম, হাতজোড় করে নমস্কার এবং আদাবের উপর জোর দিতে হবে।

  • সকলের সঙ্গে ভদ্র ব্যবহার করতে হবে। কথাবার্তা হোক ইতিবাচক। জাত-ধর্ম নির্বিশেষে দরিদ্র এবং দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে যেতে হবে।

  • উপহার বা ফুলের তোড়ার বদলে বই দেওয়া-নেওয়ায় জোর দিতে হবে। সকলকে তাতে উৎসাহিত করতে হবে।

  • কাজের ক্ষেত্রে সততা, স্বচ্ছতা বজায় রাখতে হবে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে দ্রুত নীতি রূপায়ণ এবং কাজ শেষ করতে হবে সকলকে।

  • সব মন্ত্রী, মুখ্যমন্ত্রী, এবং বিহার সরকার ও তাদের সব দফতর কী কী উন্নয়নমূলক কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।



আরও পড়ুন: Uttar Pradesh Earthquake: মাঝরাতে ভূমিকম্প লখনউয়ে, রিখটার স্কেলে তীব্রতা ৫.২, পর পর বিপর্যয় ঘিরে উদ্বেগ


বিহারে অ-বিজেপি সরকারের আমলে ‘জঙ্গল রাজ’ ছাড়া কিছুই চলেনি বলে বরা র অভিযোগ গেরুয়া শিবিরের। সেই ভাবমূর্তি এবং মন্ত্রীদের বাবুয়ানি হঠাতেই তেজস্বী আমূল পরিবর্তন আনার পথে হাঁটছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


সামনেই আস্থাভোট, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নীতীশ-তেজস্বীকে


অতি সম্প্রতিই বিজেপি-র সঙ্গ ত্যাগ করে ফের তেজস্বীর হাত ধরে বিহারে জোট সরকার গড়েছেন নীতীশ। কংগ্রেস-সহ আরও সাতটি দল তাঁদের এই জোট সরকারে শামিল হয়েছে। সব মিলিয়ে তাঁদের দখলে রয়েছে বিহার বিধানসভার ১৬৪টি আসন। আগামী ২৪ অগাস্ট বিহার বিধানসভায় জোট সরকারকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।