কলকাতা: স্বাভাবিক জীবনযাপন যেন কিছুতেই করতে পারছেন না সলমন খান (Salman Khan) । সিনেমার শ্যুটিং থেকে শুরু করে ছবি মুক্তি, সব জায়গাতেই যাচ্ছেন তিনি । তবে সব জায়গাতেই তাঁকে ঘিরে থাকছে নিরাপত্তরাক্ষী । মৃত্যুর হুমকি পেয়েছেন সলমন, আর সেই কারণেই কড়া নিরাপত্তা মেনে চলতে হচ্ছে তাঁকে । তবে এই মৃত্যুর হুমকির ভয়ে কি মুম্বই ছেড়ে দিতে চাইছেন সলমন খান? সেই কারণেই তিনি গোপনে বিক্রি করে দিলেন মুম্বইয়ের সাধের বাড়ি!

জানা যাচ্ছে, মুম্বইয়ের বান্দ্রা পশ্চিমে নিজের একটি ফ্ল্যাট ৫.৩৫ কোটি টাকায় বিক্রি করেছেন সলমন খান । ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন (আইজিআর)-এর সরকারি ওয়েবসাইটে প্রাপ্ত সম্পত্তির নথি থেকেই এই খবর বাইরে বেরিয়েছে । রিয়েল এস্টেট বা সম্পত্তি কেনাবেচা সংক্রান্ত প্ল্যাটফর্ম ‘স্কোয়্যার ইয়ার্ডস’ এই তথ্য পর্যালোচনা করে জানিয়েছে, সম্পত্তি হাতবদলের চুক্তিটি ২০২৫ সালের জুলাই মাসে সরকারি ভাবে নথিভুক্ত করা হয়েছে ।

আরও জানা গিয়েছে, সলমনের বিক্রি করে দেওয়া সেই ফ্ল্যাটটি অভিজাত আবাসন ‘শিব আস্থান হাইটস’-এ  অবস্থিত । এর বিল্ট-আপ এলাকা ১২২.৪৫ বর্গমিটার (প্রায় ১,৩১৮ বর্গফুট) । চুক্তির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের জায়গাও অন্তর্ভুক্ত রয়েছে । নথি অনুযায়ী, এই লেনদেনের জন্য ৩২.০১ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি এবং ৩০,০০০ টাকা রেজিস্ট্রেশন চার্জ মেটাতে হয়েছে । সবমিলিয়ে প্রায় সাড়ে পাঁচ কোটি টাকায় বিক্রি হয়েছে ফ্ল্যাটটি ।

তবে একটি ফ্ল্যাট বিক্রি করলেও মুম্বইতেই থাকছেন সলমন । 'ভাইজান' এখন মুম্বইতে তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টেই থাকছেন । এই অ্যাপার্টমেন্টেই মূলত থাকেন সলমন । এছাড়াও রয়েছে তাঁর পানভেলের ফার্মহাউস । এই দুটি জায়গাতেই মূলত মিলিয়ে মিশিয়ে থাকেন সলমন । এই অ্যাপার্টমেন্টে সলমন খুব একটা থাকতেন বলে শোনা যায় না । আর এবার সেই অ্যাপার্টমেন্টটিই বিক্রি করে দিলেন সলমন । তবে তিনি কেন এই সিদ্ধান্ত নিলেন সেই বিষয়ে তিনি কোনও বিবৃতি দেননি ।

‘সিকন্দর’-এর পর এবার ভারত-চীন যুদ্ধের বীরগাথা নিয়ে পর্দায় ফিরছেন সলমন খান । ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবিতে তাঁকে দেখা যাবে শহিদ কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায় । এই ছবির নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিংহ । সলমনের নতুন ছবি দেখার অপেক্ষা রয়েছেন অনুরাগীরা ।