মুম্বই: 'টাইগার ৩'-এর (Tiger 3) দিল্লি শ্যুটিং শিডিউল (Delhi Schedule) সেরে মুম্বই ফিরে এলেন অভিনেতা সলমন খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Salman Khan and Katrina Kaif)। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) ক্যামেরাবন্দি হলেন দু'জনে।


ঘোষণার সময় থেকেই বেশ সাড়া ফেলেছে, 'টাইগার ৩'। এই ছবিতে ক্যাটরিনা ও সলমনের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে ইমরান হাশমিকেও (Emraan Hashmi)। এদিন বিমানবন্দরে ক্যামেরাবন্দি হলেন তিনিও।






গোলাপী সোয়েটস্যুট, চোখে রোদচশমা, মুখে মাস্ক পরে দেখা গেল ক্যাটরিনাকে। অন্যদিকে টি-শার্ট ও জিন্সে দেখা গেল সলমন খানকে। 


আরও পড়ুন: Vikrant Massey Wedding Pics: সাত বছরের সম্পর্ক থেকে সাত জন্মের বন্ধন, প্রকাশ্যে বিক্রান্ত-শীতলের বিয়ের ছবি


এর আগে ১২ জানুয়ারি থেকে 'টাইগার ৩' ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা পিছিয়ে যায়। মণীশ শর্মা পরিচালিত এই অ্যাকশন থ্রিলার ছবির বেশিরভাগ শ্যুটিং হয়েছে তুরস্ক, রাশিয়া ও অস্ট্রিয়ায়। এই ছবিতে আরও একবার 'র' এজেন্টের চরিত্রে দেখা যাবে ভাইজানকে। নায়িকা 'জোয়া'র চরিত্রে থাকবেন ক্যাটরিনা।


২০১২ সালে  এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পায়, 'এক থা টাইগার' (Ek Tha Tiger)। পরিচালনায় ছিলেন কবীর খান। এরপর ২০১৭ সালে আসে 'টাইগার জিন্দা হ্যায়' (Tiger Zinda Hain)। পরিচালনা করে আলি আব্বাস জাফার। প্রত্যেক ছবিতেই মুখ্য দুই চরিত্রে দেখা যায় সলমন খান ও ক্যাটরিনা কাইফকে।


ভ্যালেন্টাইন্স ডে-র পর পরই সলমন খানের (Salman Khan) সঙ্গে বিমানবন্দরে দেখা যায় ক্যাটরিনা কাইফকে (Katrina Kaif)। পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন দুই তারকা। তখনই জানা যায়, তাঁরা আগামী ছবি 'টাইগার ৩'-র (Tiger 3) জন্য নয়াদিল্লির উদ্দেশে উড়ে যাচ্ছেন। এরপর নেট মাধ্যমে বেশ কিছু ছবি এবং ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় এই ছবির জন্য শ্যুটিং করছেন দুই তারকা।