নয়াদিল্লি: চুক্তি ভঙ্গের অভিযোগে বলিউড সুপারস্টার সলমন খান, ক্যাটরিনা কাইফ, রণবীর সিংহ, সোনাক্ষী সিংহ এবং প্রভু দেবার থেকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দাবি করল এক ইন্দো-মার্কিন সংস্থা। তাদের অভিযোগ মার্কিন মুলুকে একটি শোয়ের জন্যে অগ্রিম টাকা নিয়ে নেওয়া সত্ত্বেও সেখানে পারফর্ম করেননি এই বলিউড তারকারা। এমনকি আগাম নেওয়া টাকাও ফেরত দেননি কেউ এখনও।
সলমন, ক্যাট, সোনাক্ষী, রণবীরের বিরুদ্ধে শিকাগোর ভাইব্রেন্ট মিডিয়া গ্রুপ নামে এক সংস্থা আদালতে অভিযোগ দায়ের করেছে।
ওই সংস্থা সলমন ছাড়াও বলিউডের আরও বেশ কিছু তারকা অভিনেতা এবং সঙ্গীত শিল্পীর বিরুদ্ধেও চুক্তি ভঙ্গের অভিযোগ এনেছে। তাঁদের মধ্যে রয়েছেন অক্ষয়কুমার, উদিত নারায়ণ, অলকা ইয়াগনিক এবং ঊষা মঙ্গেশকর।
ভাইব্রেন্ট মিডিয়া তাদের চুক্তিভঙ্গের অভিযোগটি এনেছে বলি তারকা এবং তারকাদের এজেন্ট সংস্থা ম্যাট্রিক্স ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট কনসালট্যান্ট প্রাইভেট লিমিটেড এবং যশরাজ ফিল্মস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে।
ওই ইন্দো-মার্কিন সংস্থার দাবি, ২০১৩ সালে ভারতীয় সিনেমার শতবর্ষপূর্তি উপলক্ষে মার্কিন মুলুকে পারফর্ম করার কথা ছিল সলমন-রণবীর-ক্যাট-সোনাক্ষীদের। কিন্তু সেই সময় রাজস্থানের আদালতে আইনি ঝামেলায় জড়িয়ে ছিলেন ভাইজান। তাঁর বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা ছিল। সেই কারণে, ওই সময় বাতিল হয়ে যায় অনুষ্ঠানটি।
সম্প্রতি ভাইব্রেন্ট মিডিয়া জানতে পারে, ওই তারকারা প্রতিশ্রুতি মতো পারফর্মতো করেননি, এমনকি অগ্রিম টাকাও ফেরত দেননি। বরং তাঁরা বর্তমানে অন্য এক সংস্থার সঙ্গে কথা বলছে এবং তাদের হয়ে পারফর্মও করবেন। এরপরই আইনের সাহায্য নেয় ওই ইন্দো-মার্কিন সংস্থা। তাদের যে ক্ষতি হয়েছে, তারজন্যে তারা এক মিলিয়ন ডলার করে ক্ষতিপূরণ চেয়েছে। সলমনকে এই অনুষ্ঠানে পারফর্ম করার জন্যে আগাম ২০০,০০০ ডলার, ক্যাটরিনাকে ৪০, ০০০ ডলার এবং সোনাক্ষীকে ৩৬,০০০ ডলার দেওয়া হয়।
চুক্তি ভঙ্গের অভিযোগে সলমন-ক্যাটরিনার থেকে ১ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি ইন্দো-মার্কিন সংস্থার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jun 2018 12:55 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -