‘বিইং ইন টাচ’ অ্যাপে সলমনের ছবি, পরিবার, বন্ধুবান্ধব, হবি, তাঁর আঁকা ছবি, পোষ্য, তাঁর পছন্দ, অপছন্দ এবং তাঁর ফিটনেস রুটিন-সব থাকবে ফ্যানদের জন্য। এই মুহূর্তে গুগল প্লে স্টোরে মিলছে এই অ্যাপ, শিগগিরই তা অ্যাপল অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। সলমন লঞ্চ করলেন তাঁর অ্যাপ ‘বিইং ইন টাচ’
ABP Ananda, Web Desk | 27 Dec 2016 01:30 PM (IST)
মুম্বই: নিজের ৫১ বছরের জন্মদিনে অ্যাপ চালু করলেন সলমন খান। নাম দিয়েছেন ‘বিইং ইন টাচ’। সলমন জানিয়েছেন, এটা তাঁর জন্মদিনে ফ্যানদের প্রতি উপহার, কারণ এর সাহায্যে তাঁর জীবন সম্পর্কে সব খবরাখবর পেয়ে যাবেন তাঁরা। বিশেষ এই অ্যাপের সাহায্যে ফ্যানরা তাঁদের ভাইয়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন, নানা সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে তাঁর সম্পর্কে সব খবরাখবর পাবেন তাঁরা। তা ছাড়া বিভিন্ন ভিডিও রয়েছে এখানে, যেগুলির মাধ্যমে সলমন ভক্তকুলের সঙ্গে কথাবার্তা বলবেন। টুইটারের মাধ্যমে সলমন তাঁর ফ্যানদের আর্জি জানিয়েছেন, অ্যাপটি ডাউনলোড করতে।