মুম্বই: ফের শিরোনামে সলমন খান (Salman Khan)-এর মৃত্যুর হুমকি পাওয়ার ঘটনা ! সম্প্রতি পঞ্জাবি গায়ক সিধুকে খুনের অভিযোগে ইন্দো নেপাল সীমান্ত থেকে গ্রেফতার করা তিন অভিযুক্ত, কপিল পণ্ডিত, সচিন বিষ্ণোই, সন্তোষ যাদবকে জেরা করে উঠে এসেছে নতুন তথ্য ! গায়ককে খুন করারও আগে কৃষ্ণসার হত্যা মামলার সময় থেকেই সলমন খানকে হত্যা করার পরিকল্পনা কষেছিল লরেন্স বিষ্ণোই গ্যাঙ (Lawrence Bishnoi)!


সূত্রের খবর, সলমন খানের পানভেলের ফার্ম হাউজেই বলি অভিনেতাকে খুনের ছক কষেছিল লরেন্স বিষ্ণোই গ্যাঙ । শুধু তাই নয়, পরিকল্পনায় যাতে কোনও ফাঁক না থাকে, সেজন্য পানভেলের ফার্ম হাউজ বহুবার রেইকি ও করেছিল আততায়ীরা । ওই তিন শার্পশ্যুটার জানায়, দীর্ঘদিন ধরে সলমন খানের গতিবিধির ওপর নজর রেখেছিল তারা । সঙ্গে ছিল অস্ত্রও । তারা জানতে পারে, গাড়ি দুর্ঘটনার ঘটনার পরে সলমন গাড়ির গতি কমিয়ে চলেন ।  


প্রসঙ্গত, চলতি বছরের ইদে জনসমক্ষে আসতে দেখা যায়নি ভাইজানকে । সুরক্ষার খাতিরেই এই সিদ্ধান্ত বলে খবর । সূত্রের খবর, তাঁর 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এ ১০ জন স্পেশাল ফোর্স অফিসার ও ১৫টি সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সেটেও অফিসারদের ঘেরাটোপেই যান অভিনেতা ।


আরও পড়ুন: Hansal on Roger: রজার ফেডারারের অবসরে মনখারাপ বার্তা দিতে গিয়ে মস্ত ভুল হংসল মেটার!


প্রসঙ্গত, সিধু মুসেওয়ালাকে খুনের পরেই সলমন ও তাঁর বাবা সেলিম খানকে গ্যাংস্টাররা হুমকি-চিঠি পাঠিয়েছিলেন বলে জানা যায় । এরপরেই সুরক্ষার কারণে মুম্বইয়ের পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছিলেন অভিনেতা । নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়েছিলেন সলমন। সেই মতো, সলমনকে বন্দুক রাখার লাইসেন্স দেওয়া হয় । 


গত ২৯ মে, পঞ্জাবে গুলি করে খুন করা হয় তারকা কংগ্রেস (Congress) নেতা সিধু মুসেওয়ালাকে (Sidhu Moose Wala )। মহিন্দ্রা থর গাড়ি চালিয়ে যাচ্ছিলেন সিধু । সেই সময় তাঁকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালান বলে অভিযোগ । গুলিবিদ্ধ হন সিধুর দুই সঙ্গীও । সিধুকে লক্ষ্য করে মোট সাত রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ । এই ঘটনার পরে সিধু মুসেওয়ালার বাবা জানিয়েছিলেন লরেন্স বিষ্ণোই গ্যাঙের থেকে খুনের হুমকি পেয়েছিলেন মুসেওয়ালা।