মুম্বই: মাত্র কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে আয়ুষ শর্মার (Ayush Sharma) নতুন ছবি 'অন্তিম- দ্য ফাইনাল ট্রুথ'। ছবিতে মুখ্য চরিত্রে আয়ুষ শর্মার সঙ্গে রয়েছেন সলমন খানও (Salman Khan)। পরিচালক মহেশ মঞ্জরেকরের এই ছবি বক্স অফিসে শুরু থেকেই ভালো ব্যবসা করতে শুরু করেছে। এই ছবি দিয়ে বলিউডে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মহিমা মাখওয়ানা। 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে একজন গ্যাংস্টারের চরিত্রে দেখা গিয়েছে আয়ুষ শর্মাকে। ছবির বক্স অফিসে সাফল্য উদযাপন করছেন কলাকুশলীরা। 


আরও পড়ুন - Ranbir-Alia: রণবীর কপূরের কাছে 'A' মানে আলিয়া নয়, তাহলে?


সম্প্রতি নিজের সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে সলমন খানকে নিয়ে আবেগপ্রবণ বার্তা দিলেন আয়ুষ শর্মা। এদিন তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সলমন খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, 'অন্তিম' ছবির শ্যুটিংয়ের একটি দৃশ্যে পাশ থেকে আয়ুষ শর্মার হাত ধরে রয়েছেন সলমন। ছবিটি পোস্ট করে অভিনেতা লিখেছেন, 'এই ছবিটা আমার কাছে শুধুই একটা ছবি নয়। এটা আমার কাছে পৃথিবীর সমান। কারণ, এটা ক্যামেরার আড়ালের ছবি। এই ছবিটা সেটাই প্রমাণ করে, যেটা ভাই (সলমন খান) আমার জন্য করেছেন। অন্তিম-এর এই সাফল্য সম্ভব ছিল না, যদিও না গত তিন বছর ধরে এই প্রোজেক্টের উপর এতটা ভরসা বজায় রাখতেন। নিজের কাজের মধ্যে থেকে সময় বের করে বারবার বোঝাতেন, কেমন ছবি তিনি চাইছেন। আমি আজও বিশ্বাস করতে পারি না যে তোমার সঙ্গে এক ফ্রেমে নিজেকে দেখার সৌভাগ্য আমার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে এতটা ভালোবাসার জন্য। এভাবে পাশে থাকার জন্য। তোমার এই হাত ধরে থাকার জন্যই আমি কখনও পড়ে যাবো না।'



প্রসঙ্গত, লভযাত্রী' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় সলমন খানের ভগ্নিপতী আয়ুষ শর্মার। এরপর 'অন্তিম দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকের কাছে।