নয়াদিল্লি: তাঁর বেলা সরব! আর সচিন, এআর রহমানের বেলা নীরব! এই অভিযোগ তুলে সংবাদমাধ্যমকে একহাত নিলেন বলিউড অভিনেতা সলমন খান। রিও অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছা দূত হিসেবে তাঁর নিয়োগ ঘিরে বিতর্ক তৈরির জন্য এভাবেই সংবাদমাধ্যমের সমালোচনা করলেন সলমন। উল্লেখ্য, শুভেচ্ছা দূত হিসেবে সলমনের নাম ঘোষণা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।এর সমালোচনায় সরব হয়েছিলেন মিলখা সিংহ, যোগেশ্বর দত্তর মতো ক্রীড়া ব্যক্তিত্ব। পরে বিতর্ক ধামাচাপা দিতে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর ও প্রখ্যাত সুরকার এ আর রহমানকেও শুভেচ্ছা দূত হিসেবে ঘোষণা করে।
এ ব্যাপারে সলমন প্রশ্ন তুলেছেন, তাঁর বেলা যে রকম প্রচার হয়েছিল, সচিন ও রহমানের ক্ষেত্রে সে রকম হচ্ছে না কেন। সচিন ও রহমানকে শুভেচ্ছা দূত করা নিয়েও সংবাদমাধ্যমের সমালোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন সলমন।
একটি সংবাদমাধ্যমকে সলমন বলেছেন, রহমান ও সচিনের মধ্যেও তো একজন ক্রীড়াবিদ নন। তাহলে রহমানের নিয়োগ নিয়ে কেন সমালোচনা হচ্ছে না?
বিভিন্ন ধরনের মামলায় জড়িত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধেও সরব হয়েছেন দবাং খান। তিনি বলেছেন, এই সব নেতারা যদি তাঁদের পদ ছাড়তে রাজি থাকেন তাহলে তিনিও শুভেচ্ছা দূতের পদ ছেড়ে দেবেন।
সচিন ও রহমানকে শুভেচ্ছা দূত হিসেবে নিযুক্ত নিয়ে প্রশ্ন সলমনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2016 05:20 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -